ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সিয়েরা লিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বিকেএমইএ’র মতবিনিময়

প্রকাশিত: ০৪:১৪, ২০ জুলাই ২০১৬

সিয়েরা লিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বিকেএমইএ’র মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ ॥ বিকেএমইএ এবং বাংলাদেশ নিট ওয়্যার সেক্টর পরিদর্শনে আসা সিয়েরা লিয়নের প্রতিনিধি দলের সঙ্গে নারায়ণগঞ্জে বিকেএমইএ’র প্রতিনিধিদের মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে বিকেএমইএ’র অফিসে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএকএমইএ’র সহসভাপতি মনসুর আহমেদ। সভায় বক্তব্য রাখেন সিয়েরা লিয়নের বাংলাদেশের কনসাল জেনারেল অনু জায়গিরদার (ঙহঁ লধরমরৎফধৎ), বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিটের পরিচালক আব্দুল কামারা (অনফঁষ কধসধৎধ), সেন্ট্রাল ব্যাংকের অর্থনৈতিক উন্নয়ন বিভাগের প্রধান ইসথার জনসন (ঊংঃযবৎ ঔড়যহংড়হ), সেন্ট্রাল ব্যাংকের গবেষণা বিভাগের সহকারী পরিচালক মরলাই বাংগুরা (গড়ৎষধর ইধহমঁৎধ), বিকেএমইএ’র সহসভাপতি জি এম ফারুক, পরিচালক মুর্শেদ সারোয়ার। বিকেএমইএ’র প্রতিনিধিরা গার্মেন্টস পণ্যের মান ও মূল্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বাংলাদেশের নিট শিল্পে বিনিয়োগের আহ্বান জানালে সিয়েরা লিয়নের প্রতিনিধিরা বিনিয়োগসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পরে সিয়েরা লিয়নের প্রতিনিধি দল বিকেএমইএ’র প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ফতুল্লার বিসিক শিল্পনগরী ও নরসিংনপুরে বিভিন্ন নিট ওয়্যার শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেন। একীভূতকরণের অনুমতি পেয়েছে সামিট অর্থনৈতিক রিপোর্টার ॥ শর্তসাপেক্ষে গ্রুপের তিন কোম্পানির একীভূতকরণের চূড়ান্ত অনুমতি পেয়েছে সামিট পাওয়ার। গত ১৪ জুলাই বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমদের বেঞ্চ এই অনুমতি দেন। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। সামিট গ্রুপের ফ্ল্যাগশিপবাহী কোম্পানি সামিট পাওয়ারের সঙ্গে সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড, সামিট উত্তরাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং সামিট নারায়ণগঞ্জ পাওয়ার লিমিটেডের একীভূত হওয়ার কথা। আদালত নতুন করে একটি ভ্যালুয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড, সামিট উত্তরাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং সামিট নারায়ণগঞ্জ পাওয়ার লিমিটেডের সম্পদের পুনর্মূল্যায়ন করার নির্দেশনা দিয়েছেন। এই মূল্যায়ন রিপোর্ট বিএসইসি ও দুই স্টক এক্সচেঞ্জে জমা দিতে হবে। সামিট গ্রুপের আলোচিত চার কোম্পানি এর আগে হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের সম্মতির আলোকে একীভূতকরণ প্রক্রিয়া প্রায় শেষ করে ফেলে। কিন্তু শেয়ারের বিনিময় মূল্যসহ কিছু বিষয়ে নানা প্রশ্ন ওঠায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ওই প্রক্রিয়ার বিরুদ্ধে হাইকোর্টের শরণাপন্ন হয়।
×