ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৯ বছরেও পূর্ণাঙ্গ কেন্দ্রে রূপ পায়নি সিটিভি

প্রকাশিত: ০৪:০০, ২০ জুলাই ২০১৬

১৯ বছরেও পূর্ণাঙ্গ কেন্দ্রে রূপ পায়নি সিটিভি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র (সিটিভি) প্রতিষ্ঠার উনিশ বছর পরও পূর্ণাঙ্গ কেন্দ্রে রূপ পায়নি। এতে ক্ষোভ রয়েছে চট্টগ্রামের শিল্পী, কলাকুশলী, সংস্কৃতি কর্মী ও রাজনৈতিক-সামাজিক মহলে। প্রধানমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও দৈনিক ৬ ঘণ্টা সম্প্রচারে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ না করায় অসন্তোষ প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। সম্মিলিত শিল্পী সমাজ চট্টগ্রামের সঙ্গে সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিও আমলাতান্ত্রিক জটিলতার শিকার হয়েছে। চট্টগ্রামের জীবনধারা, সাংস্কৃতিক ঐতিহ্য ও ইতিহাসকে আন্তর্জাতিক পরিম-লে তুলে ধরার জন্য সিটিভির যে দায়বদ্ধতা রয়েছে তা কেন্দ্রটি পালনে ব্যর্থ হয়েছে। এ জন্য তিনি সরকারী কর্মকর্তাদের দায়ী করে বলেন, তারা নানা বিভাজন ও আত্মকেন্দ্রিকতায় অর্থের অপচয় করে নিজেদের আখের গুছিয়েছে। সাবেক মেয়রের চশমা হিলের বাস ভবনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত শিল্পী সমাজ চট্টগ্রাম সভাপতি চিত্র নায়ক পঙ্কজ বৈদ্য সুজন। সঙ্গীত পরিচালক ফরিদ বঙ্গবাসীর সঞ্চালনায় বক্তব্য রাখেন নজরুল ইসলাম তিতাস, দীপেন চৌধুরী, আলমগীর আলাউদ্দিন, দীলিপ দাশ, নুরুল ইসলাম নুরু ও ফজলুল কবির চৌধুরী। রামপালে সংখ্যালঘু দম্পতিকে কুপিয়ে জখম স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ রামপাল উপজেলার গোবিন্দুপুর গ্রামে সংখ্যালঘু দম্পতিকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করেছে। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধ দুলাল চন্দ্র পাল ও তার স্ত্রী রানী বালা পালকে রামপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোরেরদিকে বেড়া ভেঙ্গে ঘরে ঢুকে তাদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়।
×