ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাটোর থেকে নিখোঁজ ৪৪, ভৈরবে ৭ ॥ জঙ্গী গ্রুপে যোগ দেয়ার আশঙ্কা

প্রকাশিত: ০৫:৩৮, ১৮ জুলাই ২০১৬

নাটোর থেকে নিখোঁজ ৪৪, ভৈরবে ৭ ॥ জঙ্গী গ্রুপে যোগ দেয়ার আশঙ্কা

জনকণ্ঠ ডেস্ক ॥ নাটোর থেকে নিখোঁজদের তালিকা করেছে পুলিশ। তালিকা অনুযায়ী এখন পর্যন্ত নিখোঁজ ৪৪ জন। তবে নিখোঁজ ১৬ জনের পরিবারের পক্ষ থেকে কোন জিডি করা হয়নি। নিখোঁজদের অনেকেই জঙ্গী গ্রুপের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। এদিকে কিশোরগঞ্জের ভৈরব থেকে সাত যুবক এক বছর ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের পক্ষ থেকে জিডি করা হলেও তাদের কোন খোঁজ দিতে পারেনি পুলিশ। খবর নিজস্ব সংবাদদাতাদের। রাজধানীর হলি আর্টিজান রেস্তরাঁ এবং শোলাকিয়ায় জঙ্গী হামলার ঘটনায় নাটোরে নড়েচড়ে বসেছে পুলিশ। যেকোন ধরনের সন্ত্রাসী বা জঙ্গী হামলা ঠেকাতে ইতোমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন পুলিশের উর্ধতন কর্মকর্তারা। তারই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন উপজেলায় নিখোঁজদের তালিকা করেছে পুলিশ। তালিকা অনুযায়ী এখন পর্যন্ত নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। তবে পুলিশী ঝামেলা এড়াতে নিখোঁজ ১৬ জনের পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি বা পুলিশকে অবহিত করা হয়নি বলে জানা গেছে। এদের মধ্যে অনেকেরই জঙ্গীবাদের সঙ্গে সংশ্লিষ্ট থাকার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া দু’একজন অর্থনৈতিকভাবে জঙ্গীবাদকে সহায়তা করছে বলে জানতে পেরেছে পুলিশ। জানা যায়, নাটোরের সাতটি উপজেলার মধ্যে চারটি থেকে ৪৪ জন নিখোঁজের তথ্য পুলিশ পেয়েছে। এদের মধ্যে লালপুরে ১৪ জন, নলডাঙ্গায় ৬ জন, নাটোরে ২১ জন এবং সিংড়ায় ৩ জন। নিখোঁজদের অধিকাংশের বয়স ১৫ থেকে ১৭ বছর। তবে কয়েকজনের বয়স সর্বোচ্চ ২৮ বছর। নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী জানান, সকল নিখোঁজ ব্যক্তির পরিবারের গতিবিধির ওপর নজরদারি অব্যাহত রয়েছে। যে কোন মুহূর্তে তাদের গ্রেফতার করা হতে পারে। নলডাঙ্গা এবং সিংড়া এলাকায় জেএমবির কার্যক্রমের কিছু বিষয় পুলিশের নজরে এসেছে। দু’একজন ব্যক্তির বিরুদ্ধে জঙ্গীবাদকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। তবে পুলিশ যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। ভৈরবে সাত যুবক নিখোঁজ ॥ কিশোরগঞ্জের ভৈরব পৌর শহর ও সাত ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে এক বছর ধরে সাত যুবক নিখোঁজ রয়েছে। নিখোঁজ যুবকদের পরিবারের সঙ্গে কোন যোগাযোগ নেই। নিখোঁজ যুবকরা হলোÑ পৌর শহরের পঞ্চবটি এলাকার আঃ হামিদ মিয়ার ছেলে হোসেন মিয়া (১৭), কমলপুরের আঃ হাসিমের ছেলে মোঃ রহমত উল্লাহ (১৯), শ্রীনগর গ্রামের জজ মিয়ার ছেলে মোঃ আল ইসলাম (১৬), জগমোহনপুরের আব্দুল হকের ছেলে সোবাহান মিয়া (১৯), পৌর এলাকার নিউটাউন এলাকার ভাড়াটিয়া দেওয়ান তাসলিমুর রহমানের ছেলে ডিএম জাহিদুল নবী (২৪), তাতারকান্দি গ্রামের নূরু মিয়ার ছেলে সোহাগ তালুকদার (৩০) ও ঘোড়াকান্দা এলাকার হানিফ মিয়ার ছেলে মোঃ নয়ন মিয়া (১৬)।
×