ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোরে সাংবাদিক শামছুর রহমানের স্মরণ সভা

প্রকাশিত: ০৬:০২, ১৭ জুলাই ২০১৬

যশোরে সাংবাদিক শামছুর রহমানের স্মরণ সভা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মামলার স্থবিরতা দূর করে ঘাতকদের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবির মধ্য দিয়ে যশোরের শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবল হত্যার ১৬তম বার্ষিকী পালিত হয়েছে। শনিবার দিনব্যাপী যশোরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এ হত্যাবার্ষিকী পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল- কালোব্যাজ ধারণ, শ্রদ্ধাঞ্জলি অর্পণ, স্মরণ সভা ও দোয়া মাহফিল। শনিবার দুপুরে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুস সাত্তার বলেন, শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলের বিচার দাবিতে যশোরের সাংবাদিক সমাজ সোচ্চার রয়েছে। দীর্ঘদিন ধরে বিচারের দাবি জানিয়ে এলেও বিচার হয়নি। যশোর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক এসএম তৌহিদুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, তরুণ প্রজন্মের কাছে শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবল প্রেরণার উৎস। বিএফইউজে মহাসচিব ওমর ফারুক বলেন, সাংবাদিক হত্যার বিচার বিষয়ে সরকারের কাছ থেকে তেমন সাড়া পাচ্ছি না। স্মরণ সভায় বক্তব্য রাখেন- যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, কবি-সাংবাদিক ফখরে আলম, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দৌলা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাহিদ হোসেন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি নূর ইসলাম, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ যশোর শাখার সভাপতি শ্রাবণী সুর প্রমুখ। এর আগে বেলা ১১টায় যশোর শহরের কারবালা কবরস্থানে সাংবাদিক শামছুর রহমান কেবলের কবরে সাংবাদিকদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে যশোর প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মনিরামপুরে অগ্নিকাণ্ড স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মনিরামপুর উপজেলার পাড়দিয়া বাজারে অগ্নিকা-ে ১৪টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। শনিবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
×