ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেড়ায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ ॥ আহত ১০

প্রকাশিত: ০৫:৫৮, ১৭ জুলাই ২০১৬

বেড়ায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ ॥ আহত ১০

সংবাদদাতা, বেড়া, পাবনা, ১৬ জুলাই ॥ পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে শনিবার দুপুরে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই বছরের এক শিশু ও পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২ রাউন্ড গুলি ও ১ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পুরানভারেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রফিক উল্লাহ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহানুর হোসেন ওরফে ছানু মাতবরের মধ্যে নগরবাড়ি ঘাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার দুপুরে উভয়পক্ষের সমর্থকরা রঘুনাথপুর গ্রামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ পাশের প্রতাবপুর গ্রামেও ছড়িয়ে পড়ে এবং ছানু মাতবরের লোকজন প্রতাবপুর গ্রামের বারেক মোল্লা ও বিলাল সেখের বাড়ি ভাংচুরসহ উপর্যুপরি কোপাতে থাকে। এ সময় বিলাল সেখের শিশুকন্যা রুশনা (২) এর গায়ে দায়ের কোপ লাগে। খবর পেয়ে আমিনপুর থানা ও নগরবাড়ি ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
×