ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শনিবার অফিস করলেন সরকারী চাকুরেরা

প্রকাশিত: ০৫:৫০, ১৭ জুলাই ২০১৬

শনিবার অফিস করলেন সরকারী চাকুরেরা

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশে এই প্রথমবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস করলেন সরকারী চাকরিজীবীরা। ঈদের ছুটির মধ্যে অতিরিক্ত একদিন ছুটি ভোগের পর বদলি হিসেবে শনিবার অফিস করেন তারা। গত ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই শনিবার সারাদেশে সরকারী অফিস খোলা রাখা হয়। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে সকাল নয়টা থেকেই অফিস করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে অন্য দিনের মতো কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক ছিল। বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক ছিল বলে জানান সংশ্লিষ্টরা। তবে এদিন মন্ত্রীদের নির্ধারিত কোন কর্মসূচীর তথ্য পাওয়া যায়নি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সচিবের সভাপতিত্বে মন্ত্রণালয়ের একটি সভায় কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিয়েছেন। গত ২ জুলাই শনিবার শবে কদরের পরদিন ৩ জুলাই সরকারী ছুটি। পবিত্র শবে কদরের ছুটির পর ও ঈদের আগে ৪ জুলাই একদিন অফিস খোলা ছিল। ওই দিন সরকারী ছুটি ঘোষণার দাবি জানিয়ে আসছিলেন সরকারী চাকরিজীবীরা। বৃষ্টি উপভোগ- একটি বাসভবনের চিলেকোঠার ভাঙ্গা একটি অংশে বাসা বেঁধেছে তিনটি চড়ুই পাখি। এদের মধ্যে একটি মা পাখি, একটি পুরুষ পাখি ও একটি বাচ্চা পাখি রয়েছে। খড়কুটো জোগাড় করে বাসা তৈরি করে তাতে বসে বৃষ্টি উপভোগ করছে ওরা। শ্রাবণের প্রথম দিনটি ওদের জন্য খুব একটা ভাল কাটেনি। বাইরে গিয়ে খাবার সংগ্রহ করতে পারেনি ওরা। রাজধানীর বনশ্রী এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী সবিতা রহমান। গণতন্ত্র অবরুদ্ধ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শিখা চিরন্তনে সমাবেশ ও আলোক প্রজ্বালন করে -জনকণ্ঠ
×