ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হজ ভিসার জন্য বৃহস্পতিবার থেকে পাসপোর্ট পাঠানো হবে

প্রকাশিত: ০৫:৪৬, ১৭ জুলাই ২০১৬

হজ ভিসার জন্য বৃহস্পতিবার থেকে পাসপোর্ট পাঠানো হবে

আজাদ সুলায়মান ॥ হজের সব প্রস্তুতি সম্পন্ন। হজযাত্রীদের ভিসা প্রক্রিয়ার জন্য ইতোমধ্যে প্রশিক্ষণের কাজও শেষ করা হয়েছে। এখন চলছে সরকারী-বেসরকারী পর্যায়ে নিবন্ধিত সব হজযাত্রীর ভিসার জন্য পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের কাজ। আগামী বৃহস্পতিবার থেকে ঢাকায় সৌদি দূতাবাসে ভিসার জন্য পাসপোর্ট পাঠানো হবে। আশকোনা হজ অফিস সূত্রে জানা যায়, সরকারীভাবে নিবন্ধিত হজযাত্রীদের পাসপোর্ট সৌদি দূতাবাসে ভিসার জন্য পাঠানোর প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। হজ অফিসার ড. আবু সালেহ মোস্তফা কামাল জানান, আগামী ৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে আশকোনার হজ ক্যাম্প উদ্বোধন করবেন। পরদিন ৪ আগস্ট হজ ফ্লাইট শুরুর কথা রয়েছে। কয়েক মাস ধরে হজ সংক্রান্ত সব কার্যক্রম ধর্ম মন্ত্রণালয়ে হলেও এখন থেকে বেশিরভাগ কার্যক্রম হজ অফিসেই সম্পন্ন হবে। আশকোনার হজ অফিসের মাধ্যমেই সম্পন্ন হবে হজ ভিসা। জানা যায়, হজ ফ্লাইট শুরুর আগেই মক্কা ও মদিনায় অগ্রবর্তী দল পাঠানোর কাজও প্রায় শেষ পর্যায়ে। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা ৩৫ সদস্যের প্রশাসনিক ও দেড় শতাধিক মেডিক্যাল টিমের সদস্যের নামের তালিকা চূড়ান্ত করে ফেলেছে। প্রশাসনিক টিমে প্রধানমন্ত্রীর কার্যালয়, ধর্ম, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, বিমান ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকছেন। প্রতি বছরের মতো এবারও তারাই হজ চলাকালে লক্ষাধিক হাজীর সেবা শুশ্রƒষায় নিয়োজিত থাকবেন। একই সঙ্গে থাকছেন সরকারী-বেসরকারী পর্যায়ে হজ গাইড। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ বছর মেডিক্যাল টিমেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। স্বাস্থ্য ও ধর্ম মন্ত্রণালয়াধীন ইসলামিক মিশন হাসপাতালের দেড় শতাধিক চিকিৎসক ও নার্স মেডিক্যাল টিমের সদস্য হিসেবে সৌদি যাবেন। তাদের সর্বোচ্চ সেবা দেয়ার অঙ্গীকারও করানো হয়েছে, যাতে মক্কা-মদিনায় কোন ধরনের অভিযোগ না ওঠে। এদিকে হজ কার্যক্রমে অংশগ্রহণকারী ৪৮৩টি এজেন্সির হজ ম্যানেজমেন্ট ইনফর্মেশন সিস্টেম (এইচএমআইএস) ও ভিসা কার্যক্রমের পদ্ধতি সম্পর্কে অবহিত করতে দু’দিনব্যাপী প্রশিক্ষণ আজ রবিবার শেষ হচ্ছে। আশকোনায় হজ অফিসে আয়োজন করা হয় এ প্রশিক্ষণের। শনিবার ওই অফিসে গিয়ে দেখা যায়, সেখানে হজ সংক্রান্ত কর্মকা-ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কর্মকর্তা ও কর্মচারীরা। হজ কর্মকর্তা আব্দুল আওয়াল বলেন, আসল কাজ তো শেষ হয়ে এসেছে। এখন শুধু পাসপোর্ট প্রস্তুত করে ভিসার জন্য দূতাবাসে পাঠানোর কাজ চলছে। এদিকে সব কাজ শেষ হলেও এখনও খাবারের জন্য অস্থায়ী ক্যান্টিন ইজারা প্রদানের কাজ শেষ করা সম্ভব হয়নি। প্রতি বছর হজ অফিসে হজযাত্রীদের স্বল্পমূল্যে খাবারের জন্য তিনটি ক্যান্টিন চালু রাখা হয়। হজের শেষ ফ্লাইটের দিন পর্যন্ত এ ক্যান্টিনগুলো চালু রাখা হয়। কিন্তু এবার এখন পর্যন্ত ওই ক্যান্টিনগুলোর দরপত্রের কাজই শেষ করা সম্ভব হয়নি। অথচ আগামী ১ আগস্ট থেকেই হজ ক্যাম্পে হজযাত্রীরা আসতে শুরু করবেন। হজ অফিস সূত্র জানায়, ধর্ম মন্ত্রণালয়ের আজ-কালের মধ্যে ক্যান্টিনের দরপত্রের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফাইল হজ অফিসে পাঠানোর সম্ভাবনা রয়েছে। তারপর সংক্ষিপ্ত দরপত্রের মাধ্যমে আগামী সপ্তাহেই কার্যাদেশ দেয়া হলে ক্যান্টিন চালু করা সম্ভব হবে হজ ক্যাম্প শুরুর আগেই।
×