ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জঙ্গীবিরোধী বয়ানের বিরোধিতা করায় রূপগঞ্জে স্কুল শিক্ষক গ্রেফতার

প্রকাশিত: ০৮:৩৪, ১৬ জুলাই ২০১৬

জঙ্গীবিরোধী বয়ানের  বিরোধিতা করায় রূপগঞ্জে স্কুল শিক্ষক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৫ জুলাই ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গী বিরোধী বয়ানের বিরোধিতা করায় মমতাজুর রহমান রায়হান নামে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ভুলতা এলাকা থেকে ওই স্কুল শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মমতাজুর রহমান রায়হান কুমিল্লার জেলার বরুলিয়া থানার বড়লক্ষ্মীপুর জয়াগ এলাকার আলী আকবরের ছেলে। তিনি স্থানীয় ভুলতা স্কুল এ্যান্ড কলেজের কৃষি বিভাগের শিক্ষক। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সারাদেশের ন্যায় উপজেলার ভুলতা জামে মসজিদে জঙ্গীবিরোধী বয়ান করেন ইমাম সাহেব। নামাজ ও বয়ান শেষে মসজিদ থেকে বের হয়ে ইমাম সাহেবের কাছে জঙ্গীবিরোধী বয়ানের বিরোধিতা করেন স্কুল শিক্ষক মমতাজুর রহমান রায়হান। এ বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে রাত ৯টার দিকে শিক্ষক মমতাজুর রহমান রায়হানকে গ্রেফতার করা হয়।
×