ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

এখনও ভিসার অপেক্ষায় মুস্তাফিজ

প্রকাশিত: ০৬:৩৪, ১৫ জুলাই ২০১৬

এখনও ভিসার অপেক্ষায় মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে যাবেন বাংলাদেশ ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। এজন্য দরকার ভিসা। সেই ভিসাটিই হচ্ছে না তার। বৃহস্পতিবারও ভিসা হয়নি। আর তাই রবিবারের আগে ভিসা পাওয়ার কোন সম্ভাবনাই নেই। শুক্র ও শনিবার যে সরকারী বন্ধ। রবিবার যদি ভিসা পেয়ে যান মুস্তাফিজ, সোমবার থেকে বুধবার পর্যন্ত বাংলাদেশ বিমানের যে ফ্লাইট পাওয়া যাবে, তাতেই চড়ে বসবেন। ভিসা পেলে বুধবারেই ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দেয়ার কথা ছিল মুস্তাফিজের। কিন্তু ভিসা হয়নি। প্রথমত, ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জরুরী। যে কাগজপত্র মুস্তাফিজের ব্যক্তিগত ও তার দল সাসেক্স থেকে ইংল্যান্ড হাইকমিশনে জমা হওয়ার কথা। সাসেক্স সেই কাগজপত্র দিয়েছেও। মুস্তাফিজও তার ব্যক্তিগত যা কাগজপত্র লাগে তা জমা দিয়েছে। কিন্তু সমস্যা হয়েছে, মাঝখানে ছিল ঈদ। যে ঈদে কয়েকদিন সব বন্ধ ছিল। এ বন্ধে কোন কার্যক্রম এগিয়ে যায়নি। নিয়ম অনুযায়ী কাগজপত্র জমা দেয়ার নির্দিষ্ট একটি সময়সীমা থাকে। সেই সময়সীমা অতিক্রম করলে, নতুন করে আবার তা জমা দিতে হয়। সাসেক্স থেকে যে সময় কাগজপত্র এসেছে, তার সময়সীমা শেষ হয়ে গেছে। আবার জমা দিতে হয়েছে। এজন্যই মূলত ভিসা পেতে মুস্তাফিজের বিলম্ব হচ্ছে বলে বিসিবি সূত্রে জানা গেছে। আর তাই এখনও মুস্তাফিজ ভিসা পাননি। রবিবারই পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তা যদি পান। তাহলে ২১ জুলাই যে এসেক্সের বিপক্ষে মুস্তাফিজের দলের খেলা রয়েছে, সেটি খেলবেন ‘কাটার মাস্টার’। এ ম্যাচ দিয়েই কাউন্টিতে অভিষেক হবে মুস্তাফিজের। এখন দেখা যাক, তাও হয় কিনা। শুক্র ও শনিবার হচ্ছে বাংলাদেশে সরকারী ছুটি। রবিবার হচ্ছে পুরো বিশ্বব্যাপী বন্ধ। তবে বাংলাদেশের ইংল্যান্ড হাইকমিশনের কার্যক্রমও রবিবার বন্ধ থাকে না। বাংলাদেশের সরকারী ছুটির সঙ্গে মিলিয়ে শুক্র ও শনিবার বন্ধ থাকে। তাতে করেই রবিবার ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। ভিসা পেলে সোমবারও উড়াল দিতে পারেন মুস্তাফিজ। বাংলাদেশ বিমানেই মুস্তাফিজের যাওয়ার ইচ্ছা। এর কারণ, এ ফ্লাইটটি সরাসরি লন্ডনে যায়। অন্যসব ফ্লাইটেই সরাসরি না যাওয়ার বিড়ম্বনা আছে। তা এড়াতেই বাংলাদেশ বিমানে যাবেন মুস্তাফিজ। ভিসা পেলে দ্রুতই ইংল্যান্ড গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। এরপর ২১ জুলাই খেলবেনও। ন্যাটওয়েস্ট টি২০তে সাসেক্সের অবস্থা ভাল। ৪ ম্যাচে ৪ জয় ও ২ ম্যাচের রেজাল্ট না হওয়াতে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। মুস্তাফিজের কাউন্টি অভিষেক হবে টি২০ ম্যাচ খেলা দিয়েই। তবে ওয়ানডেতেও খেলবেন মুস্তাফিজ। রয়াল লন্ডন ওয়ানডে কাপে খেলবেন। যেখানে মুস্তাফিজের দলের অবস্থা খুবই খারাপ। ৪ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে আছে সাসেক্স। ওয়ানডেতে সাসেক্সের পরবর্তী খেলা ২৪ জুলাই। প্রতিপক্ষ গ্লোচেস্টারশায়ার। এ ম্যাচ থেকেই কাউন্টিতে ওয়ানডেতেও খেলতে পারেন মুস্তাফিজ। তবে যতদূর জানা গেছে, টি২০’র জন্য মুস্তাফিজের সঙ্গে চুক্তি হলেও, ওয়ানডের জন্য চুক্তি হয়নি। সেটি মুস্তাফিজ ইংল্যান্ডে গেলেই হবে। এর আগে মুস্তাফিজের দলের সূচী নিয়েই সবাই ব্যতিব্যস্ত। মুস্তাফিজ না খেললে হয়ত কাউন্টি ক্রিকেটের খবর সেভাবে রাখা হতো না। এখন মুস্তাফিজ আছেন বলেই কাউন্টি ক্রিকেটের খবরাখবরও নেয়া হবে। সাসেক্সের অবস্থান জানতেও সবাই উদগ্রীব। আজ রাতে যে হ্যাম্পশায়ারের বিপক্ষে টি২০ ম্যাচ আছে, সেটিত খেলতে পারবেনই না মুস্তাফিজ। তবে ২১ জুলাই এসেক্সের বিপক্ষে, ২২ জুলাই সারের বিপক্ষে, ২৮ জুলাই গ্ল্যামারগানের বিপক্ষে ম্যাচ খেলবেন মুস্তাফিজ। আর ওয়ানডেতে ২৪ জুলাই গ্লোচেস্টারশায়ারের বিপক্ষে, ২৭ জুলাই হ্যাম্পশায়ারের বিপক্ষে, ৩০ জুলাই সামারসেটের বিপক্ষে, ২ আগস্ট কেন্টের বিপক্ষে ম্যাচ খেলবে মুস্তাফিজের দল সাসেক্স। লীগ পর্বে এ ম্যাচগুলো খেলবেন মুস্তাফিজ। এরপর সাউথ গ্রুপে ৯ দলের মধ্যে পয়েন্ট তালিকার সেরা চারে থাকতে পারলে কোয়ার্টার ফাইনাল খেলবে মুস্তাফিজের দল। কোয়ার্টার ফাইনালে জিতলে সেমিফাইনাল খেলবে। সেমিফাইনাল জিতলে ২০ আগস্ট টি২০ টুর্নামেন্টের ফাইনালে খেলবেন মুস্তাফিজ। আর ওয়ানডে টুর্নামেন্টের ফাইনাল হবে ১৭ সেপ্টেম্বর। ভিসা হলেই ম্যাচগুলো খেলতে ইংল্যান্ডের বিমান ধরবেন মুস্তাফিজ। কিন্তু এজন্য ভিসাই যে মিলছে না। রবিবারের আগে তা হবেও না।
×