ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার বুদ্ধিমান পোশাক!

প্রকাশিত: ০৫:৫১, ১৪ জুলাই ২০১৬

এবার বুদ্ধিমান পোশাক!

পরনে হাল ফ্যাশনের পোশাক, হাতে স্মার্টফোন। কিন্তু পোশাককেই যদি স্মার্ট বা বুদ্ধিমান করে তোলা যায়, তাহলে কেমন হয়। ভবিষ্যতে এমন বুদ্ধিমান পোশাক আমাদের জীবনযাত্রা আমূল বদলে দিতে চলেছে। এই পোশাকের মধ্যেই কম্পিউটার লুকিয়ে রয়েছে। সেটি বাইরের এলইডি ডিসপ্লে নিয়ন্ত্রণ করে। পোশাকের মালিকের হৃদযন্ত্রের ছন্দানুযায়ী রং বদলায়। সেন্সর নাড়ির ফ্রিকোয়েন্সি রেকর্ড করে। পোশাকে সেলাই করা তার সেই তথ্য মাইক্রোকনট্রোলারে পাঠিয়ে দেয়। সেখান থেকে ডিসপ্লেতে সংকেত যায়। বার্লিনের লিসা ওয়াসং এই পোশাক ডিজাইন করেছেন। বছর দুয়েক ধরে তিনি ফ্যাশন ও প্রযুক্তির ইন্টারফেস নিয়ে কাজ করছেন। বিশেষ করে শরীর ও পোশাকের কম্বিনেশন তাঁর কাছে বিস্ময়কর। ফ্যাশন-টেক ডিজাইনার লিনা ওয়াসং বলেন, ‘এটা আমরা খালি চোখে দেখতে পারি না। আমাদের পেশী সব সময়ে সক্রিয় থাকে। কিন্তু আমরা বা অনেকেই ভাবেন না, সেগুলো কিভাবে কাজ করে। মানুষ কী করছে, কিভাবে সব চলছে, বিশেষ পোশাক পরে তা বাইরে দেখানো যেতে পারে। নেদারল্যান্ডসের বরে আকার্সডাইক ইনটেলিজেন্ট বা বুদ্ধিমান পোশাক নিয়ে কাজ করছেন। তিনি এক হাইটেক-ওভারঅল ডিজাইন করেছেন। সেই পোশাক ওয়াই ফাই হটস্পট হয়ে উঠতে পারে। এটিও আগামী প্রজন্মের ‘কেজো’ পোশাকের একটি উদাহরণ। ডিজাইনার পাউলিন ফন ডঙেন সোলার সেল লাগানো পোশাক তৈরি করেছেন। সেই পোশাকে উৎপাদিত বিদ্যুত দিয়ে স্মার্টফোন চার্জ করা যায়। তার কালেকশনের নাম ‘ওয়্যারেবেল সোলার। নেদারল্যান্ডসের এই ডিজাইনার বুদ্ধিমান পোশাক বড় আকারে তৈরি করতে চান। পাউলিন ফন ডঙেন বলেন, অনেকের কাছে এমন ফ্যাশন অনেক দূরের কোন স্বপ্ন। আমাদের দেখাতে হবে, এর মধ্যে কত বড় সম্ভাবনা লুকিয়ে রয়েছে। যখন কম্পিউটার ও মোবাইল ফোন বাজারে এলো, তখন অনেকেই জানতেন না, তাদের ব্যক্তিগত জীবনের ওপর এর কী প্রভাব পড়বে। আর আজ আমরা এ সব ছাড়া থাকতেই পারি না। ওয়্যারেবেল প্রযুক্তির ক্ষেত্রেও বিষয়টা এমনই হবে। ডিজাইনার লিসা ওয়াসঙের কাছে, এটা সবে শুরু। ফ্যাশনটেক ডিজাইনার লিনা ওয়াসং বলেন, ‘ভবিষ্যতে ওয়্যারেবেলস ও ফ্যাশন প্রযুক্তি যদি এমনভাবে বদলায়, যে পোশাক আমাদের শরীরের চাহিদা অনুযায়ী নিজেকে খাপ খাইয়ে নেবে, সেটা দারুণ ব্যাপার হবে। শীতকালে কাঁপতে হবে না, কারণ পোশাক তাপমাত্রা বুঝে নিয়ে হিটিং সিস্টেম চালু করে দেবে। ডয়েচে ভেলে অবলম্বনে।
×