ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিখোঁজ তিনজনের পরিবারও ‘নিখোঁজ’

প্রকাশিত: ০৯:১১, ১৩ জুলাই ২০১৬

নিখোঁজ তিনজনের পরিবারও ‘নিখোঁজ’

বিডিনিউজ ॥ গুলশানের জঙ্গী হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিখোঁজ যে ১০ যুবকের তালিকা দেয়া হয়েছে, তাদের মধ্যে ঢাকার তিনজনের পরিবারের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ইব্রাহিম হাসান খান ও জুনায়েদ খানের বাসা বসুন্ধরা আবাসিক এলাকায়। আর আশরাফ মোহাম্মদ ইসলাম পান্থপথের একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন। মঙ্গলবার এই দুই বাসায় গিয়ে পরিবারগুলোর কাউকে পাওয়া যায়নি। ভবনের নিরাপত্তাকর্মী ও প্রতিবেশীরা বলছেন, তারা বিদেশে পাড়ি জমিয়েছেন। এই দুই পরিবারের সদস্যরা কোথায় আছেন সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কোন তথ্য পাওয়া যায়নি। আশরাফের বাসা পান্থপথের একটি বহুতল ভবনের এক ফ্ল্যাটে। বিকেলে ওই ভবনে গিয়ে খোঁজ করলে জানা যায়, কেউ বাসায় নেই। অন্যদিকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা দুই ভাই ইব্রাহিম ও জুনায়েদের পরিবার বছরখানেক ধরে বিদেশে বলে ওই ভবনের ফ্ল্যাট মালিক সমিতির সহ-সভাপতি শাহাদত হোসেন বাচ্চু বলেন।
×