ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিরল প্রজাতির প্রাণী গন্ধগোকুল আটক, অবমুক্ত

প্রকাশিত: ০৬:৩৬, ১৩ জুলাই ২০১৬

বিরল প্রজাতির প্রাণী গন্ধগোকুল আটক, অবমুক্ত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১২ জুলাই ॥ ধামইরহাটে বিরল প্রজাতির প্রাণী গন্ধগোকুল আটক করেছে গ্রামবাসী। বিরল প্রজাতির এ প্রাণীটি অবশেষে স্থানীয় আলতাদীঘি শালবন জাতীয় উদ্যানে অবমুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার প্রত্যন্ত আগ্রাদ্বিগুণ ইউনিয়নের অন্তর্গত রামচন্দ্রপুর থেকে ধামইরহাট বনবিট কর্মকর্তা লক্ষ্মণ চন্দ্র ভৌমিক ওই গ্রামের বিশ্বলাল মুরমুর নিকট থেকে প্রাণীটি উদ্ধার করেন। এ বিষয়ে ধামইরহাট বনবিট কর্মকর্তা সাংবাদিকদের বলেন, সোমবার ভোরে রামচন্দ্রপুর গ্রামের চান্দু মুরমুর ছেলে বিশ্বলাল মুরমু (গোগো) গ্রামের উত্তর দিকে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার একটি জঙ্গল থেকে বিরল প্রজাতির প্রাণীটি আটক করে। পরবর্তীতে ধামইরহাট বনবিট কর্মকর্তা জানতে পেরে প্রাণিটি উদ্ধার করে তার হেফাজতে নেন। তিনি আরও বলেন, উর্ধতন কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে প্রাণীটিকে ধামইরহাটের ঐতিহাসিক আলতাদীঘি শালবন জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে। চিনি আতপ চালের পোলাও রান্না করলে যে ঘ্রাণ বের হয়, গন্ধগোকুল প্রাণীর কাছে গেলে ওই একই ঘ্রাণ পাওয়া যায়। উল্লেখ্য, ইতোপূর্বে বিভিন্ন এলাকা থেকে আটককৃত তিনটি গন্ধগোকুল প্রাণী আলতাদীঘি শালবন জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হয়। গুরুদাসপুরে প্রতিপক্ষের বাড়িতে হামলা নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১২ জুলাই ॥ নাটোরের গুরুদাসপুরে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ৭জন গুরুতর আহত হয়েছে। উপজেলার বৃন্দাবনপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃন্দাবনপুরের ইউসুব আলীর নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল দেশী অস্ত্র ও লাঠিসোটা নিয়ে একই গ্রামের নুর ইসলামের বাড়িতে হামলা চালায়। এতে নুর ইসলামসহ তার স্ত্রী লাইলি বেগম, মা চেন ভানু, ভাই ছোরমান, বোন কোহিনূর, ভগ্নিপতি রায়হান ও আজেরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।
×