ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গৃহবধূর রহস্যজনক মৃত্যু ॥ স্বামী ও শ্বশুর পলাতক

প্রকাশিত: ০৪:৩৩, ১২ জুলাই ২০১৬

গৃহবধূর রহস্যজনক মৃত্যু ॥ স্বামী ও শ্বশুর পলাতক

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১১ জুলাই ॥ মহেশপুরে মুন্নি খাতুন (২৫) নামে ৮ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে শ্বাসরোধ করে তাকে হত্যা করার পর গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে বলে পরিবারের লোকজন অভিযোগ করেছেন। এ ঘটনার পর বাড়ি থেকে স্বামী-শ্বশুর পলাতক রয়েছে। মুন্নি খাতুন মহেশপুর উপজেলার পৌর এলাকার নওদা গ্রামের নাজিম উদ্দীনের স্ত্রী। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহত মুন্নি খাতুনের ফুফু রোকেয়া খাতুন জানান, দেড় বছর আগে মহেশপুর উপজেলার নওদা গ্রামের আশরাফ আলীর ছেলে নাজিম উদ্দিনের সাথে কালীগঞ্জ উপজেলার মতনপুর গ্রামের নুরুল ইসলামের মেয়ে মুন্নি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী নাজিম উদ্দিন মুন্নির উপর নানাভাবে নির্যাতন করে আসছিল। কারণে অকারণে মারধর করত। নির্যাতন সইতে না পেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা মুন্নি খাতুন বাবার বাড়িতে চলে যায়। নানা প্রলোভন দেখিয়ে ৮ মাস আগে মুন্নি খাতুনকে তার স্বামী বাড়িতে নিয়ে আসে। আবারও শুরু করে নির্যাতন। এক পর্যায়ে সোমবার ভোররাতে স্বামী নাজিম উদ্দিন প্রচার দেয় তার স্ত্রী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পাড়া-প্রতিবেশী ও গ্রামবাসী জড়ো হলে মৃতদেহ ফেলে রেখে স্বামী ও শ্বশুর পালিয়ে যায়। তাকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে বলে আমরা ধারণা করছি। মাদারীপুরে বিদ্যুতস্পৃষ্ট দুই শিশুসহ ৩ জনের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১১ জুলাই ॥ সোমবার দুপুরে মাদারীপুরের রাজৈর ও সদর উপজেলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। জানা যায়, রাজৈরের দক্ষিণ খালিয়া গ্রামে অতুল বাড়ৈর ছেলে সোনু বাড়ৈ (৩০) বিদ্যুতায়িত লোহার তারে ভিজা কাপড় দেয়ার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যায়। এদিকে সদর উপজেলার মোবারকদি গ্রামে দুপুরে বাড়ির পাশে ফুটবল খেলতে গিয়ে ইয়ামিন (৮) নামে একটি শিশু বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। ইয়াছিন (১১) নামের অপর শিশু তাকে উদ্ধার করতে গেলে দু’জনই ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। মৃত ইয়ামিন রাজৈর উপজেলার মাচারং গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।
×