ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তিস্তার ভাঙ্গনের মুখে বসতভিটা ও কৃষি জমি

প্রকাশিত: ০৪:৩০, ১২ জুলাই ২০১৬

তিস্তার ভাঙ্গনের মুখে বসতভিটা ও কৃষি জমি

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ তিস্তা নদীর ভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করেছে। নদীগর্ভে বিলীন হতে শুরু করেছে স্কুল, বসতভিটা ও আবাদী জমি। সোমবার সকাল থেকে হঠাৎ করে নতুনভাবে তিস্তার ভাঙ্গন শুরু হয় ডিমলা উপজেলা টেপাখড়িবাড়ি ইউনিয়নের জিঞ্জিরপাড়া চরে। টেপাখড়িবাড়ি উচ্চ বিদ্যালয়টির দুইটি ক্লাসরুম নদী গর্ভে বিলিন হয়। স্কুলের বাকি অংশ বিলীনের পথে বলে জানায় প্রধান শিক্ষিকা ফাতেমা খাতুন। এদিকে স্কুলটি তিস্তা নদীতে বিলীন হতে থাকলে শিক্ষার্থীসহ এলাকাবাসী তা রক্ষার জন্য বালির বস্তাসহ বাঁশের পাইলিং স্থাপন করে। কিন্তু এতেও স্কুলটি রক্ষা করা অসম্ভব হয়ে পড়েছে। অপর দিকে তিস্তার কড়াল গ্রাসে প্রায় শতাধিক বিঘা জমি হারিয়ে গেছে। এ ছাড়া ওই এলাকার আরও ৪০০ পরিবারের বসতভিটা তিস্তায় বিলীন হয়েছে। পরিবারগুলোকে অন্যত্র সরিয়ে নেয়া হয়। এর আগেও ওই এলাকার মধ্য চরখড়িবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়টিসহ ৬১০টি পরিবারের বসতভিটা বিলীন হয়েছিল। এ ছাড়া ডিমলা উপজেলার তিস্তা নদী অববাহিকার পূর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই, ঝাড়শিংশ্বের, খগাখড়িবাড়ী ইউপির কিসামত চর, দোহলপাড়া, দক্ষিণ খড়িবাড়ী, উত্তর খড়িবাড়ী, পূর্ব খড়িবাড়ী, খালিশা চাপানির ছোটখাতার সুপরিটারি, পূর্ব বাইশপুকুর, ঝুনাগাছ চাপানির ছাতুনামা ও ভে-াবাড়িতে ব্যাপক আকারে ভাঙ্গন দেখা দিয়েছে। তিস্তা নদীর পানি কমতে থাকায় তীব্র ভাঙ্গনের মুখে পড়েছে তিস্তা পাড়ে শতাধিক একর জমির ফসল। তিন দিনের ভাঙ্গনে এলাকায় ১০ কৃষকের প্রায় ২০ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বাউফলে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ ॥ আহত ৫ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১১ জুলাই ॥ বাউফলে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে। এ ঘটনায় উভয় গ্রুপের ৫ জন আহত হয়েছে। সোমবার দুপুরে বাউফল মডেল মাধ্যমিক বিদালয়ের সামনের রাস্তায় এ ঘটনা ঘটেছে। জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে বাউফল সরকারী কলেজে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উপজেলা ছাত্রলীগ হাসান-জামসেদ গ্রুপের কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি ইউসুফ প্যাদার নেতৃত্বে ক্যাম্পাসে একটি মিছিল বের হলে রুবেল-নিশাদ গ্রুপের সুজনের নেতৃত্বে কয়েকজন তাদের বাধা দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাগ্বিত-া হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিষয়টি নিষ্পত্তি হয়। এরপর কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি ইউসুফ প্যাদা, সাধারণ সম্পাদক সাইফুর রহমান শুভসহ কয়েক ছাত্রলীগ নেতা বাউফল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে একটি দোকানে বসে চা পান করার সময় রুবেল-নিশাদ গ্রুপের সুজন, মাহাবুব, কামরুল ও খোকনের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। লালপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১১ জুলাই ॥ লালপুরে ডোবার পানিতে পড়ে সিয়াম হোসেন নামে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে রঘুনাথপুর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সিয়াম হোসেন একই এলাকার শিমুল হোসেনের ছেলে। নিহতের পরিবার জানায়, সিয়াম বাড়ির উঠানে খেলছিল। কোন এক সময় বাড়ির পাশের ডোবায় পড়ে যায় সে। সীতাকু- নিজস্ব সংবাদদাতা, সীতাকু- চট্টগ্রাম থেকে জানান, সন্দ্বীপ চ্যানেলে সাগরের উপকূল থেকে সাইফুল ইসলাম ওরফে নুরুন্নবীর (৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে ভাটিয়ারী ইউনিয়নের মিজানগর উপকূল এলাকা থেকে এ শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত সাইফুল হালিশহর থানা আবু বক্কর সিদ্দিকির প্রকাশ রফিকের পুত্র। জানা যায়, শনিবার বিকেলে হালিশহর সাগর উপকূলে চার বন্ধু নদীতে গোসল করতে নামে। এ সময় স্রোতে সাইফুল ইসলামকে সাগরে নিয়ে যায়।
×