ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মৌসুমী বায়ু সক্রিয়, বৃষ্টিপাত বাড়তে পারে

প্রকাশিত: ০৯:০০, ১১ জুলাই ২০১৬

মৌসুমী বায়ু সক্রিয়, বৃষ্টিপাত বাড়তে পারে

স্টাফ রিপোর্টার ॥ মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় বিরাজ করছে। রবিবারও দেশের অনেক স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণ হয়েছে। আজও দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাজধানীতে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। রবিবার ঢাকায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। জুলাই মাসে স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আবহাওয়া অধিদফতর জানায়, ঝাড়খ- ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, পূর্ব-মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে উত্তর-পূর্ব দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত। এর একটির বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদফতর জানায়, জুলাই মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত ১ থেকে ২টি নিম্নচাপে পরিণত হতে পারে। মৌসুমী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু কিছু স্থানে স্বাভাবিক বন্যার আশঙ্কা রয়েছে। আর আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। ওই মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এভাবে সেপ্টেম্বর মাসেও থাকতে পারে স্বাভাবিক। ওই মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে।
×