ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অন্যত্র হত ৬ নরসিংদীতে ট্রাক-মাইক্রো সংঘর্ষে ২ ডাক্তারসহ নিহত ৩

প্রকাশিত: ০৫:৪৭, ২৫ জুন ২০১৬

অন্যত্র হত ৬  নরসিংদীতে  ট্রাক-মাইক্রো সংঘর্ষে ২ ডাক্তারসহ  নিহত ৩

জনকণ্ঠ ডেস্ক ॥ বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু ও ২ চিকিৎসকসহ অন্তত ১০ জন নিহত এবং ৪২ জন আহত হয়েছে। জানা গেছে, নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ চিকিৎসহসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হন আরও ৩ ডাক্তারসহ ৫ জন। ময়মনসিংহের মুক্তাগাছায় সিএনজি অটোরিক্সা ও লরির ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত এবং অপর ৩ জন আহত হয়েছে। লালমনিরহাটে অটোরিক্সার ধাক্কায় নিহত হয়েছেন এক ব্যবসায়ী। রাজশাহীতে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। কক্সবাজারের উখিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে এক রিক্সাচালক এবং গোপালগঞ্জে অন্য এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে একজন। এছাড়া বাস-মাইক্রো-রাইডার ত্রিমুখী সংঘর্ষে আহত হয়েছে ২৫ জন। খবর সটাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। নরসিংদী ॥ পাথরভর্তি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই চিকিৎসকসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত ও অপর ৩ চিকিৎসকসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার পাহাড়ি এলাকা কুন্দারপাড়া নামকস্থানে শুক্রবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী পাথরভর্তি ট্রাক ঢাকা মেট্রো ট-১৩-০৭৭৬ এর সঙ্গে উল্লিখিত স্থানে ঢাকা থেকে ভৈরবগামী ঢাকা মেট্রো চ-৫৩- ৮৩৫৪ এর মুখোমুখি সংঘর্ষ ঘটে, চিকিৎসকবাহী মাইক্রোবাসটি ধুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ডাঃ কলিমউল্লাহ (৫৫) ডাইবেটলজিস্ট, ডাঃ স্মৃতিকনা (৪৫) গাইনি, মাইক্রো চালক মনির হোসেন (৩৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় কলেজের মেডিসিন, কার্ডিওলজিস্ট ডাঃ মোস্তাফিজুর রহমান (৩২), জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের প্রফেসর ডাঃ তানভির (৪০) ভৈরবের পদ্মা জেনারেল হাসপাতালের কার্ডিওলজিস্ট ডাঃ বিজন কুমার সাহা (৩৫), তার মা অনিমা সাহা (৫৫), কাজের মেয়ে লাকী আক্তার (২২)। তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উল্লিখিত ডাক্তাররা প্রতি শুক্রবার ঢাকা থেকে ভৈরব এসে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা সেবা প্রদান করতেন। ইটাখোলা হাইওয়ে পুলিশ জানায়, নিহতদের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে এবং আহতদের ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হতাহতরা সকলেই মাইক্রোবাসের যাত্রী। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, চালক পলাতক। ময়মনসিংহ ॥ শুক্রবার সকালে ময়মনসিংহ জামালপুর সড়কের মুক্তাগাছার উপজেলার চেচুয়া কুড়িবাড়ি নামকস্থানে সিএনজি অটোরিক্সার সঙ্গে বৈদ্যুতিক পোলবোঝাই লরির সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন অটোরিক্সার ৩ আরোহী। এ সময় অটোরিক্সার চালাকসহ আহত হয়েছে আরও ৩ জন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুক্তাগাছা থানা পুলিশ জানায়, নিহতরা হচ্ছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার পলাশতলী গ্রামের মামুনুর রশিদ ও তার স্ত্রী মুক্তা বেগম এবং মুন্সীগঞ্জের খাইরুল ইসলাম। হতাহতরা জামালপুর থেকে ময়মনসিংহ আসার পথে বিপরীতগামী লরির সঙ্গে বেপরোয়াগতির সিএনজি অটোরিক্সার সংঘর্ষ হয়। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যালে পাঠিয়েছে। লালমনিরহাট ॥ বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জের চৌধুরীর মোড়ে বৃহস্পতিবার রাত ১০টায় অটোরিক্সার ধাক্কায় তামাক ব্যবসায়ী নাজিম উদ্দিন (৫৫) ঘটনাস্থলে নিহত হয়। তিনি ভোটমারীর ইউনিয়নের শ্রুতিধর গ্রামের মহির উদ্দিনের ছেলে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রাজশাহী ॥ রাজশাহী নগরীর অদূরে চৌদ্দপায়া এলাকায় ট্রাকের ধাক্কায় আটোরিক্সার যাত্রী দেড় বছর বয়সের শাওন নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই পরিবারের ৪ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে অটোরিক্সায় বাজারে আসছিলেন মজনু রহমান। তারা চৌদ্দপায়া এলাকায় পৌঁছলে সামনের দিক থেকে আসা একটি ট্রাক অটোরিক্সায় সজোরে ধাক্কা দেয়। এতে দুই শিশুসহ অটোরিক্সার ৫ জনই আহত হন। পরে তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নেয়া হলে শিশু শাওনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। উখিয়া কক্সবাজার ॥ কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় এক রিক্সাচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, উল্লিখিত সময়ে উপজেলার রাজাপালং ইউনিয়নের বটতলী কোনার পাড়া নামক এলাকার মৃত সোনা মিয়ার ছেলে রিক্সাচালক ছৈয়দ আলম (৩৫) উখিয়া সদর স্টেশন থেকে বটতলী যাওয়ার পথে উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠ এলাকায় পৌঁছলে চট্টগ্রাম থেকে কংকরবর্তী ট্রাক নং (ঢাকা মেট্রো-ট-১১-৭৩৪২) মুখোমুখি রিক্সাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক ছৈয়দ আলম ওরফে বাঁশি নিহত হন। এ সময় পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে ঘাতক ট্রাকের চালক চট্টগ্রাম জেলার মিরহাট এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ তৌহিদকে (৪০) আটক করে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। গোপালগঞ্জ ॥ ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের চন্দ্রদিঘলীয়া বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৪টি মাহেন্দ্র ত্রি-হুইলার, ২টি ইজিবাইক, ১টি ভ্যান ও ১টি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গেছে এবং মাওলানা ইয়াকুব আলী (৩২) নামে এক মাহেন্দ্র-যাত্রী নিহত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকের এ ঘটনায় আরও ৫ জন আহতও হয়েছে। খুলনা জেলার তেরখাদা উপজেলার চর-পাতলা গ্রামের মিজানুর রহমানের ছেলে নিহত মাওলানা ইয়াকুব আলী গোপালগঞ্জ শহরের কোর্ট-মসজিদ মাদ্রাসার মোয়াচ্ছেদ ছিলেন। চট্টগ্রাম ॥ চট্টগ্রাম নগরীতে বাস-মাইক্রোবাস-রাইডারের ত্রিমুখী সংঘর্ষে চার বিদেশী নাগরিকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে নগরীর বন্দর থানার কাস্টমস ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোঃ হামিদ জানান, সকালে আহতাবস্থায় ২৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। আহতরা সবাই নগরীর বন্দর থানার কাস্টমস ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কর্ণফুলী ইপিজেডের ‘হংকং ডেনিম প্রাইভেট লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের শ্রমিক বহকারী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি রাইডারের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি বেপরোয়া গতিতে থাকায় রাইডারের সঙ্গে সংঘর্ষের পর পাশ দিয়ে যাওয়া একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা চার বিদেশী নাগরিকসহ তিন পরিবহনের প্রায় ২৫ জন যাত্রী আহত হন। আহতদের চমেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
×