ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ীকে হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:১৮, ২৪ জুন ২০১৬

ব্যবসায়ীকে হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ব্যবসায়ীকে গুলি করে হত্যার অপরাধে চট্টগ্রামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে একটি আদালত। দ-াদেশপ্রাপ্ত আসামিরা হলেন সুজিত চৌধুরী ও জয়দীপ দত্ত। দু’জনই জামিনে মুক্তির পর থেকে পলাতক রয়েছেন। বৃহস্পতিবার চট্টগ্রামের ৫ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরে আলম এ রায় প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, ১৯৯৬ সালের ২৫ আগস্ট রাত ৩টার দিকে চট্টগ্রামের বোয়ারখালি উপজেলার কানুনগো পাড়ার লক্ষণদীঘির পাড়ে শিব মন্দিরের সামনে গুলিতে নিহত হন জগদীশ চন্দ্র সিংহ। তিনি চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে একজন চা পাতা ব্যবসায়ী ছিলেন। মন্দির এলাকায় আগে থেকেই ওতপেতে ছিলেন আসামিরা। ব্যবসায়ী জগদীশ সিংহ ওই এলাকায় এলে তারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে অকুস্থলেই তার মৃত্যু হয়। নিয়োগ পরীক্ষার এক সপ্তাহ পর এলো প্রবেশপত্র! স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নিয়োগ পরীক্ষা শেষের এক সপ্তাহ পর হাতে প্রবেশপত্র পেয়েছেন চারঘাট উপজেলার রুস্তমপুর এলাকার এক চাকরি প্রার্থী। গত ১৭ জুন চাকরির ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেলেও প্রবেশপত্র বৃহস্পতিবার হাতে পান ওই চাকরি প্রার্থী। এটি চাকরিদাতা সংস্থার ত্রুটি নাকি পোস্ট অফিসের গাফিলতি। জানা যায়, উপজেলার কালুহাটি গ্রামের জান মোহাম্মদ সরকারের ছেলে সোহাগ আলী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহকারী পরিচালক (প্রশাসন) বরাবর ’অফিস সহকারী’ পদে আবেদন করেন। ৮ জুন সংস্থার সহকারী পরিচালক (প্রশাসন) কাজী ইয়াসিন হাবীব স্বাক্ষরিত প্রবেশপত্র ইস্যু করেন। সে অনুযায়ী ১৭ জুন সকাল ১০টায় সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষার দিন নির্ধারণ করে প্রার্থীকে প্রবেশপত্র প্রেরণ করা হয়। প্রবেশপত্রে তার রোল নম্বর ৫৮। কিন্তু সেই প্রবেশপত্র ডাকযোগে হাতে পেয়েছেন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে। তিনি প্রবেশপত্র পেয়ে অবাক হয়ে ছুটে যান স্থানীয় পোস্ট অফিসে। স্থানীয় রুস্তমপুর পোস্ট অফিসের মাস্টার ওয়াজ আলী বলেন, এ পোস্ট অফিসে ২২ জুন তার চিঠি এসে পৌঁছে। পিয়ন শাহিন আলীকে দিয়ে ২৩ জুন প্রার্থীর হাতে চিঠি পৌঁছে দেয়া হয়েছে। তবে প্রেরকের চিঠি লেখা ও ছাড়ার তারিখের সঙ্গে অধিকাংশ সময় মিল থাকে না বলে জানান তিনি।
×