ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক হবে ॥ সেতুমন্ত্রী

প্রকাশিত: ০৬:২২, ২১ জুন ২০১৬

এবার ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক হবে ॥ সেতুমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২০ জুন ॥ সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিগত সব সময়ের চেয়ে এবার ঈদের প্রস্তুতি ভাল। এবার দেশের কোথাও রাস্তার জন্য যানজট হবে না। ফোর লেনগুলোর অবস্থা এবার অনেক ভাল। জয়দেবপুর-এলেঙ্গা ফোর লেন নির্মাণের কাজের জন্যও যানজট যাতে না হয়, তার জন্য বিকল্প ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আশা করেন, আগের যে কোন সময়ের চেয়ে এবার ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক হবে। তিনি বলেন, যানজট প্রবণ এলাকায় পাবলিক টয়লেট নির্মাণ করা হবে। যানজট নিরসনে ১৬ পয়েন্টে পুলিশের পাশাপাশি এক হাজারের মতো স্বেচ্ছাসেবক থাকবে। ২৬ জুন দেশের প্রথম বাস-র‌্যাপিড ট্রানজিট (বিআরটি)-এর ফিজিক্যাল কনস্ট্রাকশনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে গিয়ে মন্ত্রী ওইসব কথা বলেন। এ সময় তারসাথে সড়ক ও জনপথের ঢাকা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সবুজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার হারুন-অর-রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী আরও বলেন, জয়দেবপুর থেকে উত্তরা পর্যন্ত ৬টি ফ্লাইওভার ব্রিজ নির্মাণ করা হবে। টঙ্গী ব্রিজ হবে ১০ লেন। টঙ্গী থেকে উত্তরা পর্যন্ত চার কিলোমিটার পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। যে কোন মূল্যে মহাসড়ককে আবর্জনা মুক্ত করব, অবৈধ দখলমুক্ত করব। ইইউতে শিক্ষার্থীদের বাজেট ভাবনা শীর্ষক সেমিনার ইস্টার্ন ইউনিভার্সিটির (ইইউ) উদ্যোগে সোমবার ধানম-িতে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে ‘শিক্ষার্থীদের জাতীয় বাজেট ২০১৬-১৭ ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় । বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বিরুপাক্ষ পাল। সম্মানিত অতিথি ছিলেন ইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী, বিজনেস ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. শরীফ নুরুল আহকাম, বিজনেস ফ্যাকাল্টির চেয়ারপার্সন অধ্যাপক ড. মোঃ আশরাফ হোসেন এবং শিক্ষার্থীবৃন্দ। উপস্থিত ছিলেন ট্রেজারার, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। শিক্ষা, কর ও রাজস্ব আদায়, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য, বাংলাদেশের বিনিয়োগ ব্যবস্থাপনা, কৃষি, উন্নয়ন ও অনুন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বাজেট ভাবনা তুলে ধরেন। তারা শিক্ষা খাতে আরও বেশি বরাদ্দ দেয়ার দাবি জানান।-বিজ্ঞপ্তি
×