ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আবাহনী-রূপগঞ্জ উত্তেজনার ম্যাচ আজ

প্রকাশিত: ০৫:২৬, ২০ জুন ২০১৬

আবাহনী-রূপগঞ্জ উত্তেজনার ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ এক এক করে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের শিরোপা রেশ থেকে বাদ পড়েছে ৮ দল। সর্বশেষ মোহামেডান ও প্রাইম ব্যাংকের শিরোপা স্বপ্ন শেষ হয়ে গেছে। যে দুটি দল আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পরস্পরের বিপক্ষে লড়াই করবে। যে ম্যাচটির দিকে কোন চোখই হয়ত পড়বে না! ম্যাচটির ফল যে কোথাও কোন কাজেই দেবে না! তবে দিনটিতে যে বাকি দুটি ম্যাচ রয়েছে, সেই দুই ম্যাচের দিকে সবার দৃষ্টি থাকবে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে যে ভিক্টোরিয়া-প্রাইম দোলেশ্বর ম্যাচ আছে, এই ম্যাচে যে দল হারবে; তাদেরই বিদায় ঘটবে। যে দল জিতবে, শিরোপা রেশে তারা টিকে থাকবে। এই ম্যাচের চেয়েও বিকেএসপির ম্যাচটি গুরুত্বপূর্ণ। ধরা হচ্ছে, ‘উত্তেজনাপূর্ণ’ ম্যাচ। ধারণা করা হচ্ছে, বিকেএসপিতে যে আবাহনী-লিজেন্ডস অব রূপগঞ্জ ম্যাচটি হবে, যে দল জিতবে; তারাই শেষপর্যন্ত শিরোপা জিতে নেবে। সুপার লীগে উঠতে পারেনি ৬ দলÑ কলাবাগান ক্রীড়া চক্র, গাজী গ্রুপ ক্রিকেটার্স, শেখ জামাল ধানম-ি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) ও কলাবাগান ক্রিকেট একাডেমি। শিরোপা রেশে ছিল ৬ দলÑ রূপগঞ্জ, আবাহনী, ভিক্টোরিয়া, প্রাইম দোলেশ্বর, প্রাইম ব্যাংক ও মোহামেডান। তিন রাউন্ড শেষেই মোহামেডান ও প্রাইম ব্যাংক শিরোপা জয় থেকে দূরে সরে যায়। বাকি আছে আর দুটি রাউন্ড। যেহেতু প্রতি দলেরই সুপার লীগে ৫টি করে ম্যাচ রয়েছে, তাই আজ দলগুলো নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে। অর্থাৎ চতুর্থ রাউন্ড হবে। ২২ জুন হবে পঞ্চম বা শেষ রাউন্ড। এরপরই মূলত শিরোপা জেতা দল মিলবে। তবে এর আগেও সেই আঁচ মিলে যেতে পারে। তা আজই মিলতে পারে। ধারণা করা হচ্ছে, আবাহনী-রূপগঞ্জের মধ্যে জেতা দলই শেষপর্যন্ত শিরোপা জিতবে। কেন? এ প্রশ্নের উত্তর পয়েন্ট তালিকা দেখলেই মিলে যাবে। এখন পয়েন্ট তালিকায় সবার উপরে আছে রূপগঞ্জ, ২০ পয়েন্ট। এরপরই আছে আবাহনী, ১৮ পয়েন্ট। তৃতীয় স্থানে ভিক্টোরিয়া (১৭ পয়েন্ট), চতুর্থ স্থানে প্রাইম দোলেশ্বর (১৬ পয়েন্ট), পঞ্চম স্থানে প্রাইম ব্যাংক (১৪ পয়েন্ট) ও ষষ্ঠ স্থানে মোহামেডান (১৪ পয়েন্ট)। এর মধ্যে প্রাইম ব্যাংক ও মোহামেডানের তো আর শিরোপা স্বপ্ন বলে কিছুই নেই। ভিক্টোরিয়া ও প্রাইম দোলেশ্বরের শিরোপা স্বপ্ন বেঁচে আছে। কিন্তু আজই যে কোন এক দলের সেই স্বপ্ন শেষ হয়ে যাবে। কারণ, একইদিনে আবাহনী ও রূপগঞ্জের ম্যাচ রয়েছে। প্রতি দলেরই আবার একটি করে ম্যাচ বাকি থাকবে। ভিক্টোরিয়া-প্রাইম দোলেশ্বরের মধ্যে যে দল জিতবে, ২ পয়েন্ট যোগ হবে। যে দল হারবে, একই পয়েন্টে আটকে থাকবে। ভিক্টোরিয়া আজ হারলে, শেষ ম্যাচে জিতলেও ১৯ পয়েন্টের বেশি হবে না। দোলেশ্বর আজ হারলে, শেষ ম্যাচে জিতলেও ১৮ পয়েন্টের বেশি হবে না। এদিক দিয়ে আবাহনী আজ জিতলে, হয়ে যাবে ২০ পয়েন্ট। রূপগঞ্জ জিতলে হবে ২২ পয়েন্ট। আর এখানেই ধারণা করা হচ্ছে, আজ আবাহনী-রূপগঞ্জের মধ্যকার যে জিতবে, শিরোপা সেই শিবিরেই শেষপর্যন্ত শোভা পাবে। যদি আবাহনী জিতে ২০ পয়েন্ট হবে। যা এখনই আছে রূপগঞ্জের পয়েন্ট তালিকায়। শেষ ম্যাচটি আবাহনী খেলবে সহজ প্রতিপক্ষ প্রাইম ব্যাংকের বিপক্ষে। রূপগঞ্জ খেলবে কঠিন প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বরের বিপক্ষে। যেহেতু আজ দোলেশ্বর জিতলেই ১৮ পয়েন্ট হবে, শিরোপা স্বপ্ন বেঁচে থাকবে। তখন রূপগঞ্জকে ভালভাবেই আঁকড়ে ধরবে। আর প্রাইম ব্যাংকের শিরোপা জেতার কোন আশা না থাকায় এমনিতেই দুর্বল হয়ে পড়েছে। আবাহনীর মতো দলের বিপক্ষে কুলিয়ে ওঠার কথাও না। আবাহনী জিতলেই হয়ে যাবে ২২ পয়েন্ট। দোলেশ্বরকে তখন রূপগঞ্জ হারালেও রূপগঞ্জের হবে ২২ পয়েন্ট। আবাহনীর সমান পয়েন্ট হবে রূপগঞ্জের। কিন্তু রূপগঞ্জকে সুপার লীগে হারানোয় ‘হেড টু হেডে’ চ্যাম্পিয়ন হয়ে যাবে আবাহনীই। এখানে একটু ঝামেলাও আছে। আবাহনী-প্রাইম দোলেশ্বরের অমীমাংসিত ম্যাচটি নিয়ে শেষে খানিক ঝামেলা হতে পারে। আবার নাও হতে পারে। এ দুই দলের সুপার লীগের ম্যাচের ফলের নিষ্পত্তি হয়নি। যদি শেষ ম্যাচে আবাহনী জিতে, দোলেশ্বর হারে; তাহলে কথাই নেই। অমীমাংসিত ম্যাচের ফল যে পক্ষেই যাক, দোলেশ্বরের পক্ষে গেলেও কিছুই হবে না। আবাহনীই শিরোপা জিতবে। কারণ, আবাহনীর ২২ পয়েন্ট, দোলেশ্বরের ১৮ পয়েন্ট বা তার কম থাকবে। আর যদি আজ ও শেষ ম্যাচে জিতে দোলেশ্বর। তাহলে আবাহনী-দোলেশ্বর ম্যাচের উপরই সব নির্ভর করবে। তখন দোলেশ্বরের ঝুলিতে ২০ পয়েন্ট থাকবে, আবাহনীর ঝুলিতে ২২ পয়েন্ট থাকবে। তখন আবাহনী-দোলেশ্বর ম্যাচ হলে যদি দোলেশ্বর জিতে আবাহনীর শিরোপা স্বপ্ন শেষ হয়ে যাবে। চ্যাম্পিয়ন হয়ে যাবে ‘হেড টু হেডে’ এগিয়ে থেকে দোলেশ্বর। সেই সব হিসেব শেষ রাউন্ডের আগে কষা হবে। আপাতত আজ যে ম্যাচগুলো রয়েছে, সেদিকেই নজর রাখতে হচ্ছে। এর মধ্যে সবার দৃষ্টি থাকছে আবাহনী-রূপগঞ্জ ‘উত্তেজনাপূর্ণ’ ম্যাচটির দিকেই।
×