ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তাসকিনের বাউন্সারে হাসপাতালে শঙ্কামুক্ত সোহরাওয়ার্দী

প্রকাশিত: ০৬:৪৮, ১৯ জুন ২০১৬

তাসকিনের বাউন্সারে হাসপাতালে শঙ্কামুক্ত সোহরাওয়ার্দী

ভালই চলছিল ঢাকা লীগ। বিশেষ কোন সমস্যা বা ইনজুরি তেমন দেখাও যায়নি। কিন্তু শনিবার দিনটা খুব খারাপ হয়েই যেন ধরা দিল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী-ভিক্টোরিয়া ম্যাচে তাসকিন আহমেদের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন সোহরাওয়ার্দী শুভ। পরে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করে দেখা হয় শঙ্কামুক্ত সোহরাওয়ার্দী। ম্যাচটির প্রথম ইনিংসের ২৫তম ওভারের ঘটনা। পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়া ভিক্টোরিয়ার হয়ে ব্যাট করছিলেন সোহরাওয়ার্দী শুভ। বোলিংয়ে তাসকিন। ওভারের তিন নম্বর বলটি খেলতে গিয়েই অঘটন। তাসকিনের দেয়া বাউন্সারটি সরাসরি গিয়ে শুভর মাথার পিছন দিকে সজোরে আঘাত করে। হেলমেট থাকা সত্ত্বেও আঘাত পুরোপুরি রক্ষা করতে পারেনি শুভকে। এর সঙ্গে সঙ্গে শুভর নিঃশ্বাস নিতে সমস্যা হয়। মাটিতে বসে পড়েন তিনি। ওই অবস্থায় সঙ্গে সঙ্গে তার কাছে চলে যান তাসকিনসহ আবাহনীর ক্রিকেটাররা। এরই মধ্যে মাঠে প্রবেশ করে ফিজিও টিম। স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে আসা হয় সোহরাওয়ার্দীকে। এ্যাম্বুলেন্স দিয়ে পাঠানো হয় এ্যাপোলো হাসপাতালে। শুভর এই ঘটনায় কিছুক্ষণ খেলা বন্ধও থাকে। পরে আবার শুরু হয়। ২০১০ সালে জাতীয় দলে অভিষেক হওয়া অলরাউন্ডার সোহরাওয়ার্দী শুভ এখন পর্যন্ত ১৭টি ওয়ানডে, একটি টেস্ট ও একটি টি২০ ম্যাচ খেলেছেন। চলতি ঢাকা লীগে ভিক্টোরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার তিনি। শনিবারের ম্যাচ পর্যন্ত ব্যাট হাতে সংগ্রহ করেছেন ২৪৭ রান, সঙ্গে একটি সেঞ্চুরি। বল হাতে নিয়েছেন ১৪ উইকেট। কয়েকদিন ধরেই সাংবাদিকদের মাঝে আলোচনা হচ্ছিলো মিরপুরের উইকেট নিয়ে। কিছু বল নিচে আবার কিছু বল মাত্রাতিরিক্ত উঁচুতে আসছিল। আন-ইভেন বাউন্স হওয়াতে অনেক চেষ্টার পরও নিজেকে বলের লাইন থেকে সরাতে পারেননি শুভ। তাই বলের আঘাত পান। বলের আঘাতে আহত সোহরাওয়ার্দী শঙ্কামুক্ত বলেই জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। হাসপাতালে সিটিস্ক্যান ও এমআরআই করানো হয়। শুভর শারীরিক অবস্থা নিয়ে দেবাশীষ চৌধুরী জানান, ‘বলের আঘাত পাওয়ার পর সোহরাওয়ার্দী শুভকে আমরা প্রাথমিক চিকিৎসা দেই। এরপর তাকে এ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়। সেখানে আমাদের একজন চিকিৎসকও সার্বক্ষণিকভাবে সঙ্গে ছিলেন। তার সিটিস্ক্যান ও এমআরআই রিপোর্টে নিউরোলজিক্যাল কোন প্রবলেম নেই। এ মুহূর্তে স্বাভাবিক আছে। তবে আশঙ্কা করা হচ্ছে ঘাড়ের সার্ভাইকাল ভাটিকাতে ছোট একটা চিড় থাকতে পারে। তবে সেটি ততটা গুরুতর নয়।’ সোহরাওয়ার্দীর জন্য খোদ তাসকিন আহমেদই দোয়া চেয়েছেন। শুভ হাসপাতালে থাকা অবস্থাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তাসকিন লিখেছেন, ‘আবাহনী বনাম ভিক্টোরিয়া ম্যাচে তাসকিনের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে গুরুতর অসুস্থ সোহরাওয়ার্দী শুভ। হাসপাতালে নেয়া হয়েছে। সবাই দোয়া করবেন যাতে বড় কোন প্রবলেম না হয়।’ হেলমেট থাকা সত্ত্বেও আঘাত পুরোপুরি রক্ষা করতে পারেনি শুভকে। এর সঙ্গে সঙ্গে নিঃশ্বাস নিতেও সমস্যা হয়। প্রায় একঘণ্টা নিবিড় পরিচর্যা ও ডাক্তারি পরীক্ষার পর চিকিৎসকরা জানান, শঙ্কামুক্ত সোহরাওয়ার্দী।
×