ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ফসলী জমি কাটার মহোৎসব

প্রকাশিত: ০৫:৩৩, ১৮ জুন ২০১৬

মুন্সীগঞ্জে ফসলী জমি  কাটার মহোৎসব

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে জানান, মুন্সীগঞ্জে ইটভাঁটিতে ব্যবহারে ফসলী জমির কাটার মহোৎসব চলছে। একশ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃষকদের অজ্ঞতার সুযোগ নিয়ে স্বল্পমূল্যে জমির উর্বর মাটি কিনে ইটভাঁটিতে বেশি মূল্যে বিক্রি করছে। এতে জমির উর্বরশক্তি নষ্ট হয়ে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। কেয়াইন ইউনিয়নের বড়ুই হাজী মৌজার ফসলী জমির মাটি কাটার দৃশ্য যে কাউকেই বিস্মিত করবে। ইটভাঁটির জন্য ফসলী জমির উর্বর মাটি কাটা হচ্ছে দেদাড়ছে। নিয়মনীতি তোয়াক্কা না করেই প্রিন্স ইউজিংয়ের প্রোপাইটর হালিম শিকদার বেকু লাগিয়ে মাটি উঠিয়ে অবাধে বিক্রি করছে বিভিন্ন ইটভাঁটিতে। জমির মালিক হালিম শিকদার বলেন, আমি এখানে বহুতল ভবন নির্মাণ করব আর আমার জায়গায় আমি মাটি কাটব এখানে কোন অনুমতির প্রয়োজন পড়ে না। মাটি বেচাকেনার সঙ্গে জড়িত আসকর আলী বলেন, ‘যাদের মাটির প্রয়োজন তারা আমাদের মতো মাটি ব্যবসায়ীর কাছে মাটির জন্য চুক্তিভিত্তিক অর্ডার করছে। আমরা বিভিন্ন এলাকার পতিত জমির মাটি কিনে তা ভাটায় সরবরাহ করি।’ সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, জমির উপরিভাগের দেড় থেকে দুই ফুট অংশের মধ্যেই মাটির মূল উর্বরশক্তি বিদ্যমান। কিন্তু ওই অংশটিই কেটে নেয়ার ফলে জমির উর্বরশক্তি নষ্ট হয়ে যায়। এতে ফসলী জমিগুলোর অঙ্গহানি ঘটছে। সেখানের ফসল যথাযথ ফলবে না।
×