ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রতীক হেলিকপ্টার বিজয়ী সূর্যমুখী ফুল

প্রকাশিত: ০৫:৩২, ১৮ জুন ২০১৬

প্রতীক হেলিকপ্টার  বিজয়ী সূর্যমুখী  ফুল

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সংরক্ষিত নারী আসনে প্রার্থীর প্রতীক ছিল হেলিকপ্টার, প্রার্থী প্রচার চালালেন সূর্যমুখী ফুলের প্রতীক নিয়ে। তিনি নির্বাচনে বিজয়ীও হয়েছেন। ফলাফল দেখানো হয়েছে হেলিকপ্টারে। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ ফলকে ভুল বলে আখ্যায়িত করে উপজেলা নির্বাচন অফিসারের কাছে ১৪ জুন লিখিত অভিযোগ করে তা পুনরায় ঘোষণার দাবি জানিয়েছেন। এ নিয়ে এখন চৌহালী উপজেলাজুড়ে তোলপাড় চলছে। ৪ জুন ৬ষ্ঠ দফায় অনুষ্ঠিত চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নের নারী আসনের নির্বাচনের ফলাফল নিয়ে এমন লঙ্কাকা- বেঁধেছে। ঘোরজান ইউনিয়নের ৩নং সংরক্ষিত নারী আসনের সদস্য পদে কনকা বেগম তালগাছ, কোহিনুর বেগম হেলিকপ্টার ও জাহানারা বেগম মাইক প্রতীক পান। অন্য দুজন নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করলেও, কোহিনুর বেগম হেলিকপ্টারের পরিবর্তে সূর্যমুখী ফুলের পোস্টার সাঁটিয়ে প্রচার চালিয়ে নির্বাচনে অংশ নেন। এ নিয়ে অভিযোগও করা হয় উপজেলা নির্বাচন অফিসে। এর মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে তালগাছ প্রতীকে কনকা বেগম পান ৯৭৮ ভোট, জাহানারা বেগম মাইক প্রতীকে পান ৮৫৭ ভোট এবং কোহিনুর বেগম সূর্যমুখী ফুল প্রতীকে ১০০৭ ভোট পান। নির্বাচন অফিস রেজাল্ট শিটে হেলিকপ্টার প্রতীকের বিপরীতে কোহিনুর বেগমকে বিজয়ী ঘোষণা করে। এরপর এই ফলাফলকে ভুল বলে আখ্যায়িত করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কনকা খাতুন গত ১৪ জুন চৌহালী উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলীর কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগকারী কনকা বেগম জানান, আমরা দুজনেই তালগাছ প্রতীক চেয়েছিলাম। পরে লটারীতে কোহিনুরকে হেলিকপ্টার প্রতীক দেয়া হয়। নির্বাচনের দিনেও হেলিকপ্টারের পরিবর্তে সূর্যমুখী ফুলের ব্যালটে সে নির্বাচন করেছে। অথচ হেলিকপ্টার প্রতীকে ভোট না পেলেও তাকে বিজয়ী বানানো হয়েছে। আমি এই ফল পুনরায় ঘোষণা চাই অথবা পুনরায় নির্বাচন দিতে হবে। এই নির্বাচনের বিষয়ে বিজয়ী কোহিনুর বেগমের সাথে যোগাযোগ করা হলে তার স্বামী মাসুদ হোসেন মোবাইল ফোনে জানান, আমরা সূর্যমুখী ফুল প্রতীকই পেয়েছিলাম। কিন্তু নির্বাচন অফিসার ভুল করলে আমাদের করার কি। এদিকে এই নির্বাচনের বিষয়ে চৌহালী উপজেলা নির্বাচন অফিসার খন্দকার মোহাম্মদ আলী জানান, আমরা আসলে ভুল করিনি। ভুল করেছে প্রার্থী কোহিনুর নিজেই। তাকে আনুষ্ঠানিকভাবে হেলিকপ্টার প্রতীক দেয়া হয়েছে। অথচ তিনি সূর্যমুখী ফুলে নির্বাচন করেছেন। তার বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হয়েছে, তারাই সিদ্ধান্ত দিবেন।
×