ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে ঘরে ঢুকে গুলি করে কলেজছাত্রকে হত্যা

প্রকাশিত: ০৫:২৫, ১৮ জুন ২০১৬

নোয়াখালীতে ঘরে ঢুকে গুলি করে কলেজছাত্রকে হত্যা

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৭ জুন ॥ জেলার সোনাইমুড়ী উপজেলায় ঘরে ঢুকে সন্ত্রাসীরা মোঃ আসিফ উদ্দিন শান্ত (২১) নামে এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় আরও তিনজন গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বটগ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসিফ ওই গ্রামের স্কুল শিক্ষক মোঃ সাহাব উদ্দিনের ছেলে। তিনি নোয়াখালী সরকারী কলেজের গণিত বিভাগের সম্মান (অনার্স) দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। গুলিবিদ্ধ অপর আহতরা হলো মোঃ মনির হোসেন, মোহন ও বেলাল হোসেন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হলে দুজনকে বেসরকারী হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহত আসিফের মামা হাবিবুর রহমান জানান, গত বুধবার বিকেলে আসিফের ছোট ভাই শাওন একটি মুঠোফোন নিয়ে বাড়ির সামনের সড়কের পাশে বসে গেমস খেলছিল। ওই সময় মোটরসাইকেলযোগে তিন যুবক এসে তার কাছে থেকে মুঠোফোনটি কেড়ে নেয়। এতে শাওন চিৎকার করলে আশপাশের লোকজন এসে ধাওয়া করলে একজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও দুজনকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে তাদের ছেড়ে দেয়া হয়। তিনি জানান, এ ঘটনার জের ধরে সন্ত্রাসীরা ওই দিন রাতে ওই এলাকায় এসে ত্রাস সৃষ্টি করে। পরদিন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে আসিফদের বাড়ির আশপাশে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে মহড়া দিতে শুরু করে। রাত সাড়ে বারোটার দিকে সন্ত্রাসীরা বাড়ির বাইরে কয়েকটি গুলি ছোড়ে ও বোমার বিস্ফোরণ ঘটায়। এক পর্যায়ে ১২-১৫ সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে আসিফদের ঘরসহ বাড়ির দুটি ঘর কুপিয়ে তছনছ করে এবং ফাঁকা গুলি শুরু করে। এরমধ্যে কয়েকজন আসিফদের ঘরে ঢুকে আসিফকে লক্ষ্য করে গুলি করে। যাওয়ার সময় তারা এলোপাথাড়ি গুলি করতে থাকে। এতে আসিফ ছাড়াও আরও তিনজন গুলিবিদ্ধ হয়। এর মধ্যে আসিফকে প্রথমে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নেয়া হয় এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অপর আহতদেরও প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলেও পরে দুজনকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিকে ছেলের শোকে মা হাছিনা আক্তার জ্ঞান হারিয়ে ফেললে অসুস্থ অবস্থায় তাকেও নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, গুলিবিদ্ধ আসিফকে রাত দুটার দিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের গুলিতে এক কলেজছাত্র নিহত হওয়ার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে স্থানীয় শাহেদ বাহিনীর প্রধান শাহেদসহ তার সদস্যরা জড়িত। পুলিশ শাহেদের বাড়িতে অভিযান চালিয়ে দুটি এলজি উদ্ধার করেছে। তবে জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
×