ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাখির মতো ছোটে

প্রকাশিত: ০৪:১৩, ১৮ জুন ২০১৬

পাখির মতো ছোটে

মীম নোশিন নাওয়াল খান আমার বাবা ফুলের মতো হাসে, ছায়ার মতো সবসময়ই হাঁটছে পাশে পাশে। শিশুর মতো লুটোপুটি খায় নরম দুর্বাঘাসে, ওড়ায় ঘুড়ি নানান রঙের বিকেলের আকাশে। আমার বাবা লক্ষ্মী বাবা, পাখির মতো ছোটে, বর্ষাকালের শাপলা হয়ে মিষ্টি করে ফোটে। আমার পায়ের নূপুর সে তো, আমার বইয়ের ছড়া, রাখালিয়া বাঁশি সে তো মন আনচান করা। আমার বাবা স্নেহের আলো কোমল বিকেলবেলা, নীল আকাশের সাদা মেঘ, রোদ-বৃষ্টির খেলা। আমার বাবা হাওয়ার মতো, ফুল-পাতাদের সই, জড়িয়ে তাকে এই আমিটা সদাই বেঁচে রই। ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজ ১০ম শ্রেণী (ইংলিশ ভার্সন)
×