ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সংসদে প্রশ্নোত্তর ৩ লাখ ২৮ হাজার সরকারী পদ শূন্য

প্রকাশিত: ০৮:২১, ১৭ জুন ২০১৬

সংসদে প্রশ্নোত্তর ৩ লাখ ২৮ হাজার সরকারী  পদ শূন্য

সংসদ রিপোর্টার ॥ সর্বশেষ তথ্য অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও সরকারী দফতরে ৩ লাখ ২৮ হাজার ৩১১ পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, ডিসেম্বর-২০১৫ পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও সরকারী দফতরে কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ১৩ লাখ ৮২ হাজার ৩৯৩। তাদের মধ্যে নারী কর্মকর্তা/কর্মচারী ৩ লাখ ৭৮ হাজার ৩৫৪ এবং পুরুষ কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ১০ লাখ ৪ হাজার ৩৯। বর্তমানে ৩ লাখ ২৮ হাজার ৩১১ পদ শূন্য রয়েছে। আ খ ম জাহাঙ্গীর হোসাইনের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পদোন্নতি বিধিমালা, ২০০২ অনুসরণে সরকারের উপসচিব থেকে যুগ্মসচিব এবং তার উর্ধ পদে কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়। তিনি জানান, উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২ সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে। সংসদ সদস্য সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম জানান, জনপ্রশাসনের কার্যক্রমকে যুগোপযোগী, ন্যায়ভিত্তিক ও জনমুখীকরণের লক্ষ্যে সরকার সরকারী কর্মচারী আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। আইনের খসড়া ইতোমধ্যে মন্ত্রিসভা বৈঠকে নীতিগত অনুমোদন লাভ করেছে। জনপ্রশাসনের কার্যক্রমে পেশাদারিত্বের প্রতিফলনের জন্য মন্ত্রণালয়গুলোকে ক্লাস্টারিং করারও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া জনপ্রশাসনের কার্যক্রমকে যুগোপযোগী এবং ডিজিটালাইজড করার জন্য বর্তমান সরকার বহুবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারী দলের বেগম সানজিদা খানমের প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী জানান, জনপ্রশাসনকে জনগণের কাছাকাছি নিতে প্রতিটি দফতর তার কর্মপরিধির ওপর ভিত্তি করে নাগরিক সনদ প্রণয়ন করে ওয়েব সাইটে আপলোডসহ দৃশ্যমান স্থানে প্রদর্শন করা হচ্ছে। নকলনবিসদের চাকরি স্থায়ী করা হবে ॥ অতি অল্প সময়ের মধ্যেই নকলনবিসদের চাকরি স্থায়ীকরণে একটি সুনির্দিষ্ট নীতিমালা করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ্যাডভোকেট মোঃ জিয়াউল হক মৃধার প্রশ্নের জবাবে তিনি সংসদকে এ তথ্য জানান। আইনমন্ত্রী জানান, মাহে রমজান ও ঈদ-উল-ফিতর সুষ্ঠুভাবে উদযাপনের জন্য ২০১৬ সালের জুনের মাসের বকেয়া বিল পরিশোধ করার পরিকল্পনা সরকারের রয়েছে। এছাড়া কর্মরত নকলনবিসদের চাকরি স্থায়ীকরণসহ স্থায়ী বেতন কাঠামোতে অন্তর্ভুক্তকরণের জন্য অতি অল্প সময়ের মধ্যেই অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে।
×