ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় ইউপি সদস্য লাল্টুর মুক্তি দাবি

প্রকাশিত: ০৭:০৯, ১৭ জুন ২০১৬

সাতক্ষীরায় ইউপি সদস্য লাল্টুর মুক্তি দাবি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ শ্যামনগর উপজেলার রমজাননগর ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টুর মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার সতীর্থ ইউপি সদস্যবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনে ইউপি সদস্যদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পতিত পাবন ম-ল। লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৪ জুন রাত ৪টার দিকে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলর ও রমজাননগর ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টুকে তুলে নিয়ে যায় র‌্যাব-৬ এর পরিচয়দানকারী সদস্যরা। ঘটনার ৪৮ ঘণ্টা পার হলেও তাকে থানায় সোপর্দ না করায় তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছে লাল্টুর পরিবার। নৈরাজ্যের প্রতিবাদে অবরোধ পালন নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৬ জুন ॥ বরকলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ভূষণছড়া ইউনিয়নে পুনর্নির্বাচনের দাবিতে এলাকায় অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে স্থানীয় বাঙালীরা বৃহস্পতিবার বরকল উপজেলায় সকাল-সন্ধ্যা অবরোধ পালন করেছে। অবরোধ চলাকালে বরকলে কোন নৌযান চলাচল করেনি। এই সময় অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। উল্লেখ্য, বরকল উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়নের ছোট হরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচনের দাবিতে জেএসএস রাঙ্গামাটিতে ১৩ ও ১৪ জুন ২দিনের অবরোধ পালন করেছে। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড মসজিদ মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ, ১৬ জুন ॥ প্রধানমন্ত্রী ঘোষিত ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে কোর্ট ব্রিজ পর্যন্ত চারলেন সড়ক নির্মাণ কাজের বাধাগ্রস্ত হয়ে থাকা মসজিদ মার্কেটটি বৃহস্পতিবার উচ্ছেদ করা হয়। উচ্ছেদকাজে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিপুলসংখ্যক পুলিশ, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেয়। ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আশির দশকে গড়ে উঠা অবৈধ স্থাপনা বায়তুন আমান জামে মসজিদের ৫২টি দোকান ভেঙ্গে ফেলা হয়েছে। সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী গাউস-উল-হাসান মারুফ জানান, মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ওই মার্কেটটিতে মুদি দোকান, ফলের দোকান, মোবাইলের দোকান ও খাবার হোটেলসহ বিভিন্ন ধরনের ৫২টি দোকান রয়েছে।
×