ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সওজ ও বন বিভাগ

কক্সবাজারে সরকারী জমি দখলের হিড়িক

প্রকাশিত: ০৭:০৪, ১৭ জুন ২০১৬

কক্সবাজারে সরকারী জমি দখলের হিড়িক

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা মালুমঘাট বাজারে এবার শেখ রাসেল ক্রীড়া সংসদের নাম ভাঙ্গিয়ে দখলবাজ চক্র সাইন বোর্ড টাঙ্গিয়ে সওজের এবং বনবিভাগের বিপুল পরিমাণ রিজার্ভ বনভূমি জবরদখল করে নিয়েছে। গত কয়েকদিন ধরে দখলে নেয়া ওই জায়গায় চারদিকে পলিথিনের ঘেরা দিয়ে ভেতরে নির্মাণ করা হচ্ছে অবৈধ স্থাপনা। কক্সবাজার সওজ কর্তৃপক্ষের বাধা অমান্য করে উখিয়ারঘাট এলাকায় সড়কের জায়গা দখল ও দোকানঘর নির্মাণ করে শেখ রাসেল ক্রীড়া সংসদের সাইনবোর্ড টাঙ্গিয়েছে ভূমি খেকো বাদশা মিয়া। বাদশা নিজেকে বনজায়গীরদার দাবি করে উখিয়ারঘাট এলাকার বহু বনজসম্পদ বিক্রি করে কামাই করে নিয়েছে লাখ লাখ টাকা। উখিয়ারঘাট বিটকর্মকর্তার কার্যালয়স্থ বনপাহাড় দখল করে কথিত বনজায়গীরদার বাদশা তার ছেলে দুদু মিয়াকে ঘর নির্মাণ করে দিয়েছে। শেষ পর্যন্ত সওজ বিভাগের জায়গায় লোলুপ দৃষ্টি পড়েছে এ ভূমি খেকোর। বাংলাদেশ-মিয়ানমার মৈত্রি সড়কের পাশে সওজের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে চকরিয়ার ফাসিয়খালী রেঞ্জের ডুলাহাজারা বনবিট অফিসের কাছাকাছি স্থানে প্রকাশ্যে বনভূমি দখলের মহোৎসব চললেও বনকর্মীরা নীরব। এতে অভিযুক্তরা অনেকটা বিনা বাধায় দখল চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরেজমিন বনভূমি জবরদখলের সত্যতা মেলে। স্থানীয় লোকজন জানিয়েছেন, মালুমঘাট বাজার এলাকার মোরশেদ আলম, জিয়াউল হক, আজিজুল হক ভুট্টো, ফজল কাদের মিঠু, মনছুর আলম ও ফরিদ আলমসহ একটি চক্র দীর্ঘদিন ধরে মালুমঘাট বাজারের ভেতরে বনবিভাগের বিপুল পরিমাণ জায়গা নানাভাবে দখলে নিয়েছে। পরে তারা ওসব জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করে মাসিক ভিত্তিতে ভাড়া দিয়ে প্রতিমাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। স্থানীয় লোকজন অভিযোগ করেন, অভিযুক্তরা দখল নিবিঘœ করতে শেখ রাসেল ক্রীড়া সংসদের নামে সাইন বোর্ড টাঙ্গিয়ে দেয়। এরপর সুযোগ বুঝে চা বাগান সড়কের পাশে বাজারের পূর্ব অংশে বনবিভাগের জায়গা দখল করে আসছে। ইতোমধ্যে চক্রটি বনবিভাগের বিশাল আয়তনের আগর বাগান কেটে ধ্বংস করে দেয়ার পর সেখানে স্থায়ীভাবে মার্কেট নির্মাণ করেছে। গত কয়েকদিন ধরে দখলবাজরা বাজারের ভেতরে নতুন আরও দুটি অবৈধ স্থাপনা নির্মাণ কাজ শুরু করেছে। স্থাপনা নির্মাণ করতে গিয়ে তারা ফের আগর বাগানের গাছ কেটে ফেলছে বলে দাবি করেছেন স্থানীরা। ডুলাহাজারা বনবিট কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, শেখ রাসেল ক্রীড়া সংসদের নামে সাইন বোর্ড টাঙ্গিয়ে বনভূমি দখলের ঘটনাটি সত্য। এ ঘটনায় জড়িতদের নাম পরিচয় সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
×