ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলেজে ভর্তি ॥ নির্বাচিতদের তালিকা প্রকাশ আজ

প্রকাশিত: ০৮:২০, ১৬ জুন ২০১৬

কলেজে ভর্তি ॥ নির্বাচিতদের তালিকা প্রকাশ আজ

স্টাফ রিপোর্টার ॥ কলেজ ভর্তিতে নির্বাচিত প্রার্থীদের ফল প্রকাশ হচ্ছে আজ। দিনের যে কোন সময় ১৩ লাখ এক হাজার ৯৯ প্রার্থীর কলেজ ভর্তির তালিকা প্রকাশ করা হবে। আবেদনকারীদের ফলাফল বা মনোনয়ন একাদশে ভর্তির জন্য নির্ধারিত ওয়েবসাইটে (িি.িীরপষধংংধফসরংংরড়হ.মড়া.নফ) প্রকাশ করা হবে। আবেদনের সময় প্রদত্ত মোবাইল ফোন নম্বরেও সংক্ষিপ্ত ফল পাওয়া যাবে। শিক্ষার্থীরা তাদের আবেদনকৃত কলেজের নোটিস বোর্ডেও ফল দেখতে পারবে। শিক্ষার্থীরা অনলাইনে তাদের রোল, বোর্ড, পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আশফাকুস সালেহীন জনকণ্ঠকে জানিয়েছেন, আমাদের শেষ মুহূর্তেও কাজ চলছে। বৃহস্পতিবার যে কোন সময় ফল ঘোষণা হবে। গত ১১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়, যাতে ১৬ লাখ ৪৫ হাজার ২০১ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৪ লাখ ৫২ হাজার ৬০৫ জন। এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৯ হাজার ৭৬১ শিক্ষার্থী। আবেদনকারী এবং মোট পাস করা শিক্ষার্থীর হিসাবে এক লাখ ৫১ হাজার ৫০৬ জন শিক্ষার্থী কলেজে ভর্তির আবেদন করেনি। গত কয়েক বছর ধরে ভর্তিপরীক্ষা ছাড়া উচ্চ মাধ্যমিকে ভর্তি করানো হলেও এবার দ্বিতীয়বারের মতো অনলাইনে এবং এসএমএসের মাধ্যমে আবেদন নিয়ে মেধার ভিত্তিতে ভর্তি করানো হবে। এর আগে বড় ধরনের কোন বিড়ম্বনা ছাড়াই শেষ হয় অনলাইন ও এসএমএসে কলেজ ভর্তির আবেদন প্রক্রিয়া। আবেদন করেছে ১৩ লাখ এক হাজার ৯৯ জন মাধ্যমিক পাস করা কলেজ ভর্তিচ্ছু শিক্ষার্থী। জমা পড়েছে ৪৪ লাখ ৯২ হাজার। আবেদনকারীদের মধ্যে নয় লাখ ৩৭ হাজার অনলাইনে ও বাকিরা আবেদন করেছে এসএমএসে। এদিকে মাধ্যমিকে উত্তীর্ণদের মধ্যে এবার প্রায় দেড় লাখ শিক্ষার্থী কলেজ ভর্তির আবেদন করেনি। তবে সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে শিক্ষা বোর্ড কর্মকর্তারা বলেছে, প্রতিবছরই দেড় লাখের মতো শিক্ষার্থী সাধারণ ধারায় থাকে না। তারা হয় কারিগরি ডিপ্লোমা বা অন্যান্য ধারায় চলে যায়। কিছু শিক্ষার্থী ঝরে পড়ে। মেয়েদের অনেকের এ সময়ে বিয়ে হয়ে যায়। ফলে তারা কলেজ ভর্তির বাইরে থেকে যায়।
×