ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গলা কেটে হত্যা ॥ ফার্মেসি কর্মচারী খুন

প্রকাশিত: ০৬:১৩, ১৫ জুন ২০১৬

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গলা কেটে হত্যা ॥ ফার্মেসি কর্মচারী খুন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীতে এক ফার্মেসি কর্মচারী এবং বাগমারায় স্বেচ্ছাসেবক দলনেতা খুন হয়েছেন। তাদের একজনকে গলা কেটে ও অন্যজনকে কুপিয়ে হত্যা করা হয়। মঙ্গলবার সকালে ফার্মেসি কর্মচারির লাশ চ-িপুর এলাকায় বাড়ির পাশে ও স্বেচ্ছাসেবক দলের নেতার লাশ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়। নিহত ফার্মেসি কর্মচারীর নাম আহসান হাবীব আপেল (৩০)। তিনি চ-িপুর এলাকার মৃত বকুলের ছেলে। নিহতের গলা ও বুকে ধারালো অস্ত্রের জখম রয়েছে। স্থানীয়রা জানান, ফজরের নামাজের সময় আপেলকে ষংর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। সকালে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ সেখান থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। নিহতের মা সুখী বেগমের অভিযোগ, প্রতিবেশী গিয়াস ও তার ছেলে আরিফের সঙ্গে আপেলের বিরোধ চলছিল। গিয়াস ও তার ছেলে আপেলকে কুপিয়ে হত্যা করেছে বলে দাবি করেন তিনি। ঘটনার পর থেকে তারা পলাতক। নগরীর রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান জানান, পুলিশ যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ভোরের দিকে তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়েছে। এদিকে বাগামারার হামিরকুৎসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এক নেতার গলাকাটা লাশ পাওয়া গেছে। তার নাম আলতাফ হোসেন সোনার (৩২)। মঙ্গলবার সকালে গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার গলাকাটা লাশ পাওয়া যায়। আলতাফ হামিরকুৎসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং একই গ্রামের মজিবুল শাহর ছেলে। ইউপি চেয়ারম্যান ও নিহত আলতাফ হোসেনের চাচাত ভাই মামুনুর রশিদ জানান, সকালে গ্রামের একটি পুকুরে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। কে বা কারা আলতাফকে হত্যা করেছে তা জানা যায়নি। তিনি আরও জানান, সোমবার রাত নয়টা থেকে নিখোঁজ ছিলেন আলতাফ। এরপর থেকে তার পরিবারের সদস্যরা তার খোঁজ পাচ্ছিলেন না। বাগমারা থানার ওসি সেলিম হোসেন বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
×