ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শরণখোলায় ৩ ছাত্র নেতার মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৩৭, ১৪ জুন ২০১৬

শরণখোলায় ৩ ছাত্র নেতার মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতার বিরুদ্ধে দায়েরকৃত একটি হত্যা মামলা প্রত্যাহার ও তাদের কারামুক্তির দাবিতে সোমবার উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, ছাত্রলীগ নেতা সোহেল হত্যা মামলার ৭ বছর পর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাদশা আলমগীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহাগ ফকিরসহ তিন নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তাদের মুক্তির দাবি করা হয়। অন্যথায় কঠোর কর্মসূচী আল্টিমেটাম দেন বক্তারা। উপজেলা যুবলীগের সভাপতি আবুল হোসেন নান্টুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেনÑ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আকন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, ধানসাগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাইনুল ইসলাম টিপু, খোন্তাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন খান প্রমুখ। উল্লেখ্য, ২০০৯ সালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার পূর্বখাদা গ্রামের বাসিন্দা আবুল হাশেম তালুকদারের ছেলে ছাত্রনেতা সোহেল তালুকদারের (২৩) সঙ্গে উপজেলার গোলবুনিয়া এলাকার বাসিন্দা টিপু তালুকদারের ছেলে রনি তালুকদারের মারপিটের ঘটনা ঘটে।
×