ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দেশ অপেরার নতুন যাত্রাপালা ‘মাস্টারদা সূর্য সেন’ ও ‘বিদ্রোহী বুড়িগঙ্গা’

প্রকাশিত: ০৫:৩৫, ১৪ জুন ২০১৬

দেশ অপেরার নতুন যাত্রাপালা ‘মাস্টারদা সূর্য সেন’ ও ‘বিদ্রোহী বুড়িগঙ্গা’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের ভিন্নধর্মী একটি যাত্রা সংগঠনের নাম দেশ অপেরা। সাহিত্য ও জীবন ঘনিষ্ঠ যাত্রাপালা নির্বাচন এবং দেশের ঐতিহ্যবাহী যাত্রার আঙ্গিক নির্মাণের মাধ্যমে দলটি ইতোমধ্যে এক স্বতন্ত্র অবস্থানে পৌঁছতে সক্ষম হয়েছে। ২০১৩ সালে দেশ অপেরা বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে নিবন্ধিত হয়েছে। দলের স্বত্বাধিকারী বিশিষ্ট যাত্রানট মিলন কান্তি দে। ‘গঙ্গা থেকে বুড়িগঙ্গা’, ‘সতী করুণাময়ী’, ‘দাতা হাতেম তা’য়ী’, ‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘বর্গী এল দেশে’, ‘বাংলার মহানায়ক’ প্রভৃতি যাত্রাপালার সফল মঞ্চায়নের পর এবার ‘মাস্টারদা সূর্যসেন’ ও ‘বিদ্রোহী বুড়িগঙ্গা’ নামে নতুন দুটি পালা নিয়ে মঞ্চে আসছে দেশ অপেরা। ‘মাস্টারদা সূর্যসেন’ পালাটি লিখেছেন ব্রজেন্দ্র কুমার দে এবং পুনর্বিন্যাস করেছেন মিলন কান্তি দে। অন্যদিকে ‘বিদ্রোহী বুড়িগঙ্গা’ পালাটি লিখেছেন ড. আমিনুর রহমান সুলতান। দুটি যাত্রাপালাই নির্দেশনা দিয়েছেন মিলন কান্তি দে। দলসূত্রে জানা গেছে আগামী আগস্ট মাসের শেষে দিকে পালা দুটির মঞ্চায়নের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে নতুন পালা দুটির পুরোদমে মহড়া চলছে। তবে এর আগেই আগামী ১৭ জুন ‘মাস্টারদা সূর্যসেন’ পালাটি বিটিভিতে সম্প্রচার হতে যাচ্ছে। দুটি যাত্রাপালায় অভিনয় করছেন-এম আলীম, রিক্তা সুলতানা, মনিমালা, সুদর্শন চক্রবর্তী, রফিকুল ইসলাম, আবুল হাশেম, মোহাম্মদ আলী, অলিউল্লাহ অলি, নিলয়, আবদুর রশীদ, মোজাম্মেল হক, লুৎফুন্নাহার রিক্তা, শাওন, গায়ক- বাচ্চু খান, বিশেষ চরিত্রে- গাজী বেলায়েত ও এসএম শফি। ব্রিটিশবিরোধী আন্দোলনের নানা ঘটনা নিয়ে রচিত মাস্টারদা সূর্যসেন। চট্টগ্রামের এই সূর্য সন্তান তার বিশাল বাহিনী নিয়ে যেভাবে ইংরেজ রাজত্ব কাঁপিয়ে দিয়েছিলেন, বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তা এখনও উজ্জ্বল হয়ে আছে। এ বিষয় নিয়ে রচিত হয়েছে ‘মাস্টারদা সূর্যসেন’। এছাড়া এ অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক বহু ঐতিহাসিক ঘটনার নীরব সাক্ষী হয়ে আছে বাংলাদেশের এক নদী বুড়িগঙ্গা। নদীর বাঁকে বাঁকে রাজধানী ঢাকার বেড়ে ওঠা এবং নবাব সিরাজউদ্দৌলার আমলে অনেকের নদীপথে যাতায়াতে অনেক বেদনাদায়ক ঘটনাও ঘটেছে- এসব নিয়ে তৈরি হয়েছে যাত্রাপালা ‘বিদ্রোহী বুড়িগঙ্গা’। নতুন দুটি পালা নিয়ে অনেকটাই আশাবাদী দলের প্রধান মিলন কান্তি দেসহ দলের অন্য কর্মীরা।
×