ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সিলেট কাস্টমসে রাজস্ব আদায়ে সফলতা

প্রকাশিত: ০৫:২৪, ১৪ জুন ২০১৬

সিলেট কাস্টমসে রাজস্ব আদায়ে সফলতা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ চোরাচালান প্রতিরোধ, রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাণিজ্যিক ব্যবস্থা সহজীকরণে সাম্প্রতিকসময়ে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ভূমিকা শীর্ষক সংবাদ সম্মেলনে সিলেট কাস্টমসের বিভিন্ন সফলতা তোলে ধরা হয়। সোমবার দুপুরে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের কাস্টমস লাউঞ্জে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার ড. এ কে এম নুরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার রাশেদুল ইসলাম, যুগ্ম কমিশনার নিয়ামূল ইসলাম, সিলেট ওসমানী আন্তজার্তিক বিমানবন্দনের সহকারী কমিশনার খায়রুল বাশার, সিলেট শুল্ক গোয়েন্দা অফিসের সহকারী পরিচালক প্রভাত কুমার সিংহ। গত ৪ জুন লন্ডন থেকে আগত একটি ফ্লাইট থেকে আমদানি নিষিদ্ধ ১৫০ পিস বিদেশী বুলেটসহ যাত্রী আবদুস সবুরকে আটক করা হয়। ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ বিমানের এক বহির্গামী যাত্রীর কাছ থেকে ৭৩৬ কার্টুন বাংলাদেশী বেনসন এ্যান্ড হেজেস, ১৭ মার্চ জেদ্দা থেকে আসা একটি ফ্লাইটে গোলাপগঞ্জের আরজুমন আলী নামের এক যাত্রীর কাছ থেকে ৫টি স্বর্ণবার উদ্ধার করা হয়। ২৪ এপ্রিল লন্ডন থেকে আগত যাত্রী মোঃ লোকমান হোসেনের কাছ থেকে ৪৩২ গ্রাম স্বর্ণ আটক করা হয়। ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত সিলেট ১ হাজার ৩শ’ ৩৩ কার্টন সিগারেট, প্রায় ১৯ কেজি স্বর্ণ এবং ১২২ বোতল মদ আটক করা হয়েছে।
×