ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাবনায় সেবায়েত হত্যা মামলায় আটক গালকাটা হাশেম ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৫:১৩, ১৪ জুন ২০১৬

পাবনায় সেবায়েত হত্যা মামলায় আটক গালকাটা হাশেম ৫ দিনের রিমান্ডে

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৩ জুন ॥ ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পা-ে হত্যামামলায় সন্দেহভাজন আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আবুল হাশেম (ওরফে গালকাটা হাশেম) হেমায়েতপুর মহল্লার চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে দুই ডজন মামলা রয়েছে। তাকে সোমবার পুলিশ পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে এ হত্যার ঘটনায় আটক পাবনা শহর ইসলামী ছাত্রশিবিরের শিক্ষা-সাহিত্য সম্পাদক আরিফুল ইসলামের পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। তাকে শনিবার রাতে বাজিতপুর থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে সেবায়েত হত্যার পর থেকে জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হওয়ায় সোমবার জেলা প্রশাসক ও পুলিশ সুপার পৃথকভাবে সংখ্যালঘু নেতাদের নিয়ে সভা করেন। সকালে জেলা প্রশাসক রেখা রানী বালোর সভাপতিত্বে জেলার আইনশৃঙ্খলা বিষয়ক সভায় হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও সৎসঙ্গ আশ্রমের নেতাদের নিয়ে বৈঠক করা হয়। বৈঠকে জেলার আইনশৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন জেলার প্রশাসনিক কর্মকর্তা ছাড়াও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল রহিম লাল, হিন্দু বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি চন্দন কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক বিনয়জ্যোতি কু-ু প্রমুখ। এরপর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। পুলিশ সুপার আলমগীর কবিরের সভাপতিত্বে এ সভায় অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা ছাড়াও জেলার নয়টি উপজেলার হিন্দু নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পুলিশ প্রশাসন নিরাপত্তা বিষয়ে উপস্থিত নেতৃবৃন্দের বিভিন্ন পরামর্শ নেন এবং তাদের সহযোগিতার আশ্বাস দেন।
×