ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢামেক হাসপাতালের ৯ তলা থেকে লাফ দিয়ে রোগীর আত্মহত্যা

প্রকাশিত: ০৮:৫০, ১৩ জুন ২০১৬

ঢামেক হাসপাতালের ৯ তলা থেকে লাফ দিয়ে রোগীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের নয়তলা থেকে লাফিয়ে পড়ে এক রোগী আত্মহত্যা করেছেন। এদিকে কর্তব্যরত অবস্থায় ঢাকা রেলওয়ে থানার এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। খিলক্ষেতে মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-২ এর নতুন ভবনের নয়তলা থেকে লাফ দিয়ে ময়না আক্তার ময়না (২২) নামে এক রোগী আত্মহত্যা করেছেন। নিহতের স্বামীর নাম আক্তারুজ্জামান। গ্রামের বাড়ি নীলফামারী সদরের জলরাঙ্গা গ্রামে। নিহতের ভাই ফয়জুল ইসলাম জানান, আট মাসের গর্ভবতী ছিলেন ময়না। কিন্তু তার গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যাওয়ায় ঢাকা মেডিক্যালের গাইনী বিভাগে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার কিডনিতে সমস্যাও ধরা পড়ে। এরপর তাকে কিডনি বিভাগে ভর্তি করা হয়। রবিবার ভোর চারটা থেকে তাকে বেডে পাওয়া যাচ্ছিল না। তিনি জানান, পরে সকাল সাড়ে ৯টার দিক হাসপাতালে ডিউটিরত আনসার সদস্যদের মাধ্যমে খবর পেয়ে ওই ভবনের উত্তর নিচ থেকে ময়নার লাশ উদ্ধার করা হয়।
×