ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এইচএসএম তারিফ

সময়ের আকর্ষণীয় প্রসাধনী

প্রকাশিত: ০৬:৩৯, ১৩ জুন ২০১৬

সময়ের আকর্ষণীয় প্রসাধনী

গরমে ঘেমে নেয়ে একাকার হওয়ার মতো অবস্থা। রাস্তা ঘাটে চলাচল করাটা বেশ কষ্টকর। তার পরও থেমে থাকে না জীবন। এ সময়টা অনেকেই একটা বিরক্তিকর পরিস্থিতির সম্মুখীন হন। সেটা হচ্ছে ঘামের দুর্গন্ধ। অফিসে যাওয়ার পর পরিপাটি পোশাকটি যেমন পরিপাটি থাকে না ঠিক তেমনি শারিরিক কন্ডিশন। এ সমস্য থেকে পরিত্রান পেতে অনেকেই শরনাপন্ন হন প্রসাধনী বা পারফিউম এর। কিন্তু সঠিক পারফিউম টি বেছে নেয়াই হচ্ছে আসল কাজ। বিভিন্ন প্রকার প্রসাধনী সংগ্রহ থাকে শো রুম গুলোতে। অনেকেই দোকানগুলোতে পারফিউম, শ্যাম্পু, বডি স্প্রে, কন্ডিশনার, হেয়ার জেল লোশন, ক্রিম, ফ্রেশ ওয়াশ, সাবানসহ অনেক প্রসাধনী সংগ্রহের জন্য ভিড় করে থাকে। এক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়। আরএনডি রোড, পোস্তার অনন্যা কসমেটিকস্ এ্যান্ড গিফট কর্নারের ইমাম বলেন, বাজারে কিছু নকল প্রসাধনী সামগ্রী উপস্থিত থাকায় মানসম্পন্ন, সঠিক দ্রব্যটি ক্রয়ে ব্যর্থ হতে হয়। এ জন্য খোঁজখবর নিয়ে বহুল জনপ্রিয় ডিপার্টমেন্টাল স্টোর, প্রসাধনী বা কসমেটিকস দোকান হতে ক্রয় করাটাই উত্তম। নিজেদের আশেপাশে বহু গ্রহণযোগ্য দোকান রয়েছে যার ফলে নিশ্চিন্তে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা যায়। পারফিউম: প্রসাধনী সামগ্রীর মধ্যে পারফিউম বেশ রাজকীয়; যা অনুষ্ঠান, বিভিন্ন স্থানে বেড়াতে যাবার ক্ষেত্রে, বিভিন্ন পার্র্টিতে যোগদানের সময় ব্যবহার করা হয়। ঈদের সময় আমাদের মাঝে অনুষ্ঠান, পার্টি ও বেড়াতে যাবার বেশ হৈচৈ পড়ে যায়। যার ফলে ঈদের আগেই পারফিউম সংগ্রহে বেশ তৎপর হতে হয়। মূল্যবান এ প্রসাধনী ক্রয় করতে অবশ্যই বড় দোকান বা শো-রুমে হাজির হতে হবে। যেখান থেকে অধিকাংশ ব্রান্ডের পারফিউম মিলবে। তেমনই একটি শো-রুম ‘পারফিউম ওয়ার্ল্ড’ যা বসুন্ধরা সিটি মার্কেটসহ বাংলাদেশে মোট ৮টি শোরুম হয়েছে বিভিন্ন স্থানে। অধিকাংশে বিখ্যাত ব্যান্ডের পারফিউম শো-রুমে শোভা পাচ্ছে। বাজারে যত প্রকার প্রসাধনী রয়েছে তার প্রতিটি পারফিউম মিলিগ্রামের ভিন্নতায় দাম নির্ধারণ হয়ে থাকে। যার মধ্যে গুচি পারফিবুম মিলবে ৩০ মি.গ্রা. থেকে ১০০ মি. গ্রা. ৫০০০ হতে ১০০০০ টাকায়। লাকোস্ট পারফিউম পড়বে ৩,০০০ হতে ৮,০০০ টাকা যা হবে ৩০ মি.গ্রা থেকে ১৫০ মি.গ্রা। ৩০ মি.গ্রা হতে ১০০ মি.গ্রা ডানহিল পারফিউম পড়বে ৪,০০০ থেকে ৭,০০০ টাকায় । এছাড়াও বস্ পরিফিউম ৩০ মি.গ্রা হতে ২০০ মি.গ্রা ক্রয়ে লাগবে ৩,০০০ থেকে ৮,০০০ টাকা। এবং ০০৭ জেমস্ বন্ড পারফিউম রয়েছে ৩০ মি.গ্রা ১৫০ মি.গ্রা যার দাম হবে ২,০০০ হতে ৬.০০০ টাকা পর্যন্ত। শ্যাম্পু: মানবদেহের আকর্র্ষণীয় সম্পদ হলো মাথায় চুল। তরুণ-তরুণী সবাই চুলের যন্ত্রে প্রচ- উৎসাহী। কারণ চুল প্রতিটি মানুষের সৌন্দর্য অনেক বেশি ফুটিয়ে তুলতে সাহায্য করে। চুলকে সুস্থ ও সুন্দর রাখতে অগ্রণী ভূমিকা রাখে শ্যাম্পু। একেক ব্যক্তির শ্যাম্পুর ব্রান্ডও আলাদা। তবে সকলের চাওয়া প্রদান করতে সচেষ্ট রয়েছে সকল ব্রান্ডের শ্যাম্পু। অন্যান্য কসমেটিকস্ এ্যান্ড গিফট কর্নারে রয়েছে বিভিন্ন ব্রান্ডের শ্যাম্পু যার মধ্যে সানসিল্ক ৩৭৫ মি.গ্রামের দাম ২৭০ টাকা ও ১৮০ মি.গ্রামের মূল্য ১৪৫ টাকা। রয়েছে ক্লিয়ার শ্যাম্পু যা পড়বে ৩৭৫ মি. গ্রা ৩১০ টাকা এবং ১৮০ মি.গ্রা ২২০ টাকা। পেনটিন পাওয়া যাবে ৩৪০ মি.গ্রা. ৩১০ টাকায় আর হেডেন সেল্ডার ৩৫০ মি.গ্রা ৩১০ টাকাতে। এছাড়াও মিলবে ক্লিনিক প্লাস ৩৪০ মি.গ্রা ৩২০ টাকায়য় ও নরিয়াল ৩৬৫ মি.গ্রাা ৫২০ টাকার মধ্যে। বড়ি স্প্রে: গরম আবহাওয়া বিরাজ করায় বর্তমানে দেহ হতে প্রচুর পরিমাণে ঘাম ঝড়ে । যার ফলে বেড় হয় দুর্র্গন্ধ; যা তৈরি করে অস্বস্তিকর পরিবেশ। এ অবস্থা হতে পরিত্রাণ পেতে বডি স্প্রে সামগ্রীর বিকল্প নেই। পণ্যটি মানুষের দৈনন্দিন অন্যতম প্রসাধনী সামগ্রী হয়ে দাঁড়িয়েছে। যার ফলে প্রফুল্ল মনে চলাফেরা করা সম্ভব হচ্ছে। ডিপার্টমেন্টাল স্টোর ও কসমেটিক্স দোকান হতে খুব সহজেই পছন্দের বডি স্প্রে সংগ্রহ করা যাচ্ছে। যদিও বিভিন্ন দোকানে পণ্যটির মূল্য আলাদা লক্ষ্য করা যায়। ২০০ মি.গ্রা ডুয়েচ বডি স্প্রে মিলবে ১৬০ টাকায়, ১৮+ বডি স্প্রে ২০০ মি. গ্রামের দাম ৩২০ টাকা। রয়েছে এক্স ১৫০ মি.গ্রা. পড়বে ২১০ টাকা এবং ফ্রগ ১২০ মি.গ্রা মিলবে ৩০০ টাকায়। হেয়ার জেল: তরুণরা আজ ফ্যাশন সচেতন। আর ফ্যাশন তাদের শুধু পোশাক-পরিচ্ছদেই সীমাবদ্ধ নয়। হচ্ছে এখন চুলেও। চুল ছেঁটে ফ্যাশন করা হতো তাও পাল্টে যাচ্ছে। হেয়ার জেল ব্যবস্থায় করে চুলের স্টাইল পরিবর্তন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। সামগ্রীটি কিনতে তাই তাদের ছুটতে হচ্ছে প্রসাধনী সামগ্রীর দোকানে। পছন্দের পণ্যটি নিতে অর্থ কোন বিষয় নয় তাদের কাছে। তবে অবশ্যই গুণগত,মানসম্পন্ন হতে হবে সামগ্রীটি। এক্ষেত্রে ব্যবহার করা যায় সেট ওয়েট যা মিলবে ১৫০ টাকাতে ১০০ গ্রাম, গ্রাস্ট ৩০০ গ্রাম লাগবে ১৫০ টাকা। ১৫০ গ্রামে প্রয়োজন ১১০ টাকা। আউট ২০০ মিলি গ্রাম হেয়ার জেল পড়বে ১৮০ টাকা। ছবি : সাকিব মডেল : সুজিত ও ইভা
×