ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে গুলিবিদ্ধ ইউপি চেয়ারম্যানের মৃত্যু

প্রকাশিত: ০৬:১৮, ১৩ জুন ২০১৬

জয়পুরহাটে গুলিবিদ্ধ ইউপি চেয়ারম্যানের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১২ জুন ॥ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রবিবার সকাল ৬টায় ঢাকার একটি হাসপাতালে মারা যান। তার মৃত্যুর খবর জয়পুরহাটের ভাদসা ইউনিয়নে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। সদর উপজেলার ভাদসা ইউনিয়নের ইউপি নির্বাচনে নবনির্বাচিত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ জয়লাভ করে এলাকায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তার অভিযান শুরুর ঘোষণা দেয়। এ অবস্থায় ৪ জুন রাত ১০টায় ভাদসার গোপালপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে একজন সঙ্গিকে নিয়ে তিনি বাড়ি ফিরছিল। এ সময় ৮-১০ মুখোশদারি সন্ত্রাসী তার ওপর এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এবং গুলি করে। আহত ব্যবসায়ীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা থেকে জানান, সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের চড়িতাবাড়ি গ্রামে বিবিসি মোড়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে আহত প্রতিবন্ধী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩৫) রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি বিবিসির মোড়ে পান-সুপারির ব্যবসা করত।
×