ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে পরাজিত কাউন্সিলর প্রার্থীসহ গ্রেফতার তিন

প্রকাশিত: ০৬:১৮, ১৩ জুন ২০১৬

মুন্সীগঞ্জে পরাজিত  কাউন্সিলর প্রার্থীসহ    গ্রেফতার তিন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ শহরের পাঁচরিয়াকান্দির পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করেছে তিনটি বিদেশী পিস্তল, পাঁচটি ম্যাগজিন এবং ২৩ রাউন্ড তাজাগুলি এবং বিশেষ ধরনের একটি ছোরা। এই ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে। এদিকে রবিবার ময়নাতদন্ত শেষে জনির লাশ পাঁচ ঘড়িয়াকান্দি করস্থানে দাফন করা হয়েছে। নিহতের বাবা মনির হোসেন বাদী হয়ে রবিবার গ্রেফতারকৃত তিনজনসহ মোট চার জনের নাম উল্লেখ করে মুন্সীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছে। এদিকে গ্রামটিতে উত্তেজনাকর পরিস্থিতিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অস্ত্রসহ গ্রেফতার হয়েছে শহর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পরাজিত কমিশনার প্রার্থী ওয়াহিদুজ্জামান বাবুল (৪১) ও তার সহযোগী মোঃ অপু (৪০)। এছাড়া গ্রেফতার হয়েছে হরগঙ্গা কলেজ ছাত্র লীগের সভাপতি নিবির আহম্মেদ (২৩)। তবে এই ঘটনায় নীরবকে জড়ানো নিয়ে শহরে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এদিকে ওই ঘটনায় গুলিবিদ্ধ মানিক সরকার (৩০) ও কালু ব্যাপারীকে (৩১) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুন্সীগঞ্জ পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডে বিগত পৌর নির্বাচনে পরাজিত কাউন্সিলর প্রার্থী ওয়াহিদুজ্জামান বাবুল গ্রুপের সঙ্গে বিজয়ী কাউন্সিলর জাকির হোসেন গ্রুপের সঙ্গে বিবাদ ঘটে। এক পর্যায়ে বাবুল গ্রুপের লোকজন আকস্মিক গুলিবর্ষণ করে। এতে জাকির গ্রুপের এক জন নিহত ও অপর দু’জন আহত হয়। দু’গ্রুপই আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী-সমর্থক।
×