ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্রাচীন বট গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৬:৩৪, ১২ জুন ২০১৬

প্রাচীন বট গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ দড়াটানার বটতলা মোড়ের বটগাছটি কেটে নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন পরিবেশবাদী ও স্থানীয় সাধারণ মানুষ। বটতলা মোড়ের কেটে ফেলা গাছটির নিচে শনিবার দুপুরে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। স্থানীয়রা জানান, শহরের প্রাণকেন্দ্র দড়াটানা থেকে ঘোপ এলাকার প্রবেশ মুখের নামটিই ‘বটতলা’। স্বাধীনতার আগে থেকেই এখানে সুবিশাল দুটি বটবৃক্ষ ছিল। ’৭১’এ মুক্তিযুদ্ধের সময় পাক আর্মি এই গাছ কেটে ফেলে। যুদ্ধ জয়ের পর এখানে আবারও বটগাছ লাগানো হয়। সেই ঐতিহ্যবাহী বটগাছটি বুধবার রাতের আঁধারে কেটে ফেলে পুলিশ। এদিকে গাছ কাটার পর পুলিশ ব্যাপক সমালোচনার মুখে পড়ে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পুলিশ গাছ কাটার বিষয়টি জানেই না বলে গণমাধ্যমে বক্তব্য দেয়। অথচ ওই গাছের ২০ হাত দূরেই পুলিশের অফিসার্স কোয়ার্টার। এই গাছা কাটার প্রতিবাদে শনিবার দুপুরে বটতলা মোড়ের কেটে ফেলা গাছটির নিচে মানববন্ধন করেছে যশোরের পরিবেশবাদী সংগঠন গ্রিনওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশনসহ স্থানীয় লোকজন। বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১১ জুন ॥ লাকার্তা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ গৃহহীনকে বসতঘর তুলে দিয়ে চাবি হস্তান্তর এবং পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে ৪শ’ দুস্থ গরিব মানুষের মধ্যে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় মাঠে ফাউন্ডেশনের সহসভাপতি প্রকৌশলী আজাদুর রহমান সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল আহমেদ ছিলেন। খাঁচায় মাছ চাষ উদ্বোধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মৎস্য অধিদফতরের অর্থায়নে গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম খালে খাঁচায় মৎস্য চাষ প্রকল্পের শনিবার সকালে উদ্বোধন করা হয়েছে। বিল্বগ্রাম-ধামুরা খালের সূর্যবাড়িতে দক্ষিণ বিল্বগ্রামের মৎস্য সমবায় সমিতির মাধ্যমে ১০টি খাঁচায় ১০ হাজার মাছের পোনা ছেড়ে প্রকল্পের উদ্বোধন করেন মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা অভিজিত শীল, সহকারী মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা আ’লীগ নেতা শান্তি রঞ্জন করা প্রমুখ।
×