ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সাঁড়াশি অভিযানের নামে বিরোধী দল দমনের কৌশল ॥ ফখরুল

প্রকাশিত: ০৮:০৯, ১১ জুন ২০১৬

সাঁড়াশি অভিযানের  নামে বিরোধী দল  দমনের কৌশল ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী জঙ্গী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের নামে বিরোধী দল দমনের কৌশল নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ভেরে-াবাড়ি বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। তিনি আরও বলেন, সাঁড়াশি অভিযানের কথা বলে ইতোমধ্যেই ক্রসফায়ার বা তথাকথিত বন্দুকযুদ্ধের ঘটনা বেড়ে গেছে। ৯ জন ইতোমধ্যে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। মির্জা ফখরুল বলেন, ৪ জুন শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভেরে-াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আজিজুর রহমান। ২ জুন নির্বাচনের আগে প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত হন তিনি। আহতাবস্থায় তাকে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর আজিজুরের বাম পা কেটে ফেলা হয়েছে। চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার খোঁজখবর নিয়েছি। আজিজুর রহমানের ওপর হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সম্ভবত আজিজুর রহমানকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল। আল্লাহ সহায়, তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। তিনি বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রিয় মানুষ। সেজন্য তাকে এভাবে গুলি করার পরও এলাকার জনগণ তাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। তিনি বলেন, এ ঘটনা থেকে আমরা সারাদেশের চিত্র পাই যে, দেশে আজ কোথাও কোন আইনের শাসন নেই। জীবনের নিরাপত্তা নেই।
×