ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে চাঁদা না দেয়ায় কনস্টেবলকে কুপিয়েছে সন্ত্রাসীরা

প্রকাশিত: ০৮:০৬, ১১ জুন ২০১৬

গাজীপুরে চাঁদা না দেয়ায় কনস্টেবলকে কুপিয়েছে সন্ত্রাসীরা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা শুক্রবার পুলিশের এক কনস্টেবলকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই কনস্টেবলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের নাম খলিলুর রহমান (৫২)। তিনি গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশের কনস্টেবল। আহতের স্ত্রী আনোয়ারা বেগম জানান, গাজীপুরের রাজেন্দ্রপুরে তাদের মেয়ের জামাতা কাজল মিয়ার বাড়ি তৈরিকালে স্থানীয় সন্ত্রাসীরা কাজলের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা ক্ষুব্ধ হয়ে নানা হুমকি দিচ্ছিল। চাঁদা দাবির বিষয়টি জানতে পেরে শুক্রবার দুপুরে মেয়ের বাড়ি যাচ্ছিলেন খলিলুর রহমান। মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছতেই সন্ত্রাসীরা তার পথরোধ করে চাঁদার টাকা দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকার করলে খলিলের সঙ্গে সন্ত্রাসীদের বাগ্বিত-া হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা চাপাতি দিয়ে খলিলুর রহমানকে বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল ইসলাম জানান, আহত কনস্টেবল ঢামেক থেকে সুস্থ হয়ে ফিরে এলে প্রকৃত ঘটনা জানা যাবে।
×