ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদার মধ্যে কোন ভদ্রতা ও শিষ্টাচার নেই ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:৫০, ১১ জুন ২০১৬

খালেদার মধ্যে কোন ভদ্রতা ও শিষ্টাচার নেই ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১০ জুন ॥ ভোলা-১ আসনে সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খালেদা জিয়ার মধ্যে কোন ভদ্রতা এবং শিষ্টাচার নেই। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে উগ্রভাবে কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুধু বাংলাদেশের নেতা নন। তিনি আন্তর্জাতিক বিশ্বের একজন প্রতিষ্ঠিত নেতা। বিশ্ব নেতৃবৃন্দ তাকে খুবই গুরুত্ব দেন। বর্তমান প্রধানমন্ত্রী যিনি আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাশীল তাকে খালেদা জিয়া বৃহস্পতিবার এক ইফতার পার্টিতে অসম্মানজনক ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে বক্তব্য দেয়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তীব্র সমালোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, এই ধরনের উক্তি করার কারণ হচ্ছে হতাশা। খালেদা জিয়া এখন হতাশায় ভুগছেন। তিনি নির্বাচন না করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাল প্রার্থীও দিতে পারেনি। তাদের কর্মীদের মধ্যে আগ্রহ হারিয়ে ফেলেছে। শুক্রবার সকালে ভোলা গাজিপুর রোডের বাণিজ্যমন্ত্রীর বাসভবনে ভোলা সদর আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। ভোলা সদর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেনের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখার পাশাপাশি উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন টুলু, ভোলা পৌর মেয়র মোঃ মনিরুজ্জামান, সদর আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস, আজিজুল ইসলাম প্রমুখ। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি- জামায়াত টার্গেট কিলিং দেশে-বিদেশে সুনাম ক্ষুণœœ করছে। আজকে বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাশীল দেশ। দেশে ৩০ থেকে ৪০ লাখ টন খাদ্যে উদ্বৃত্ত রয়েছে। মন্ত্রী বলেন, আমি নিজে বাজারে যাই। রমজানে এক মাত্র চিনি ও ছোলা বুট ছাড়া কোন পণ্যের দাম বাড়েনি। চিনির দাম আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পেয়েছে ও ছোলা বুটের আন্তজাঁতিক বাজারে সঙ্কট থাকায় দাম বেড়েছে। তাও রোজা শুরুর পর দাম কমতে শুরু করেছে। এ ছাড়া রমজান মাসে সকল পণ্যের গ্রামগঞ্জের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। মন্ত্রী আরও বলেন, ভোলাকে নিয়ে তার অনেক স্বপ্ন। মৃত্যুর আগে সেই স্বপ্ন পূরণ করতে চাই। আমার টপ মোস্ট টার্গেট হচ্ছে প্রথম নদীভাঙ্গন থেকে ভোলাকে রক্ষা করা ও দ্বিতীয় হচ্ছে তেঁতুলিয়া ও কালাবদর নদীর উপর দিয়ে ভোলা-বরিশাল ব্রিজ করা। ভোলার ইলিশা নদী ভাঙ্গন রোধে ৪০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। জরুরী ভিত্তিতে ভাঙ্গন রোধে ১৩ কোটি টাকার কাজ চলছে। পানির স্রোত কমানোর জন্য ড্রেজিংয়ের কাজ ২/১ দিনের মধ্যে শুরু হবে। ভাঙ্গন রোধে বোল্ডার ফেলে রক্ষা করা যায় কি না তাও পরিকল্পনা রয়েছে। আগামী নবেম্বর-জানুয়ারি মাসে ব্লকের কাজ সেনাবাহিনীর মাধ্যমে করার জন্য পানিসম্পদমন্ত্রীকে বলা হয়েছে। যে কোন মূল্যে ভোলাকে রক্ষা করা হবে। তিনি আরও বলেন, ভোলা- বরিশাল ব্রিজ নির্মাণে অর্থায়নে বিদেশী কোম্পানির আগ্রহ রয়েছে। এ ব্রিজ নির্মাণে সার্ভে হবে। ভোলায় বিপুল পরিমাণ গ্যাস রয়েছে। মন্ত্রী বলেন, আগামী ২০১৯ সালে ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে যে কোন দিন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। তিনি নেতাকর্মীদের প্রতিটি ইউনিয়নে নতুন কমিটি গঠন করার জন্য নির্দেশ দেন। ভোলায় কোন কাঁচা রাস্তা যাতে না থাকে তার জন্য ৪শ’ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।
×