ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আচমকা শাহজালালে, জরুরী বৈঠক

প্রকাশিত: ০৫:৪৯, ১১ জুন ২০১৬

উচ্চ পর্যায়ের  প্রতিনিধি দল  আচমকা  শাহজালালে, জরুরী বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট নামতে বিলম্ব হওয়ার ঘটনায় বিমান ও সিভিল এভিয়েশনে চলছে তোলপাড়। এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি একযোগে কাজ করছে। একটি তদন্ত কমিটির প্রতিবেদন আজ শনিবার পেশ করা হতে পারে বলে জানা গেছে। এদিকে হঠাৎ সরেজমিনে পরিদর্শন করতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল শুক্রবার শাহজালাল বিমানবন্দরে হাজির হন। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ ছাড়াও উপস্থিত ছিলেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান, স্বরাষ্ট্র সচিব, বিমান মন্ত্রণালয় সচিব, আইজিপি, সিভিল এভিয়েশন চেয়ারম্যান, বিমান চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ অন্য কর্মকর্তাগণ। পরিদর্শন শেষে শাহজালাল বিমানবন্দরের পুরনো কনফারেন্স হলে এক জরুরী বৈঠকে বসেন তারা। জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর আকস্মিক শাহজালাল বিমানবন্দরে গিয়ে হাজির হন মুখ্য সচিব আবুল কালাম আজাদের নেতৃত্বে উচ্চ পর্যায়ের এ প্রতিনিধি দল। তারা প্রথমেই কার্গো ভিলেজ পরিদর্শন করেন। এ সময় তারা জানতে চান কেন আমদানি শাখার কার্গো মালামাল খালাস করতে বিলম্ব ঘটে। বিমান থেকে জানানো হয়, সিভিল এভিয়েশনের গাফিলতির জন্য একের পর এক অঘটন ঘটছে। একইভাবে কার্গো ভবনের অবকাঠামোগত ও অটোমেশন সংক্রান্ত প্রয়োজনীয় কাজ সিভিল এভিয়েশন ঠিকমতো করতে পারছে না। যে জন্য মালামাল খালাসে বিলম্ব ছাড়া নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে। জানা যায়, প্রতিনিধি দল কার্গো ভিলেজ রফতানি শাখার কর্মকা- সম্পর্কে মোটামুটি সন্তোষ প্রকাশ করলেও আমদানি শাখা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন। এরপর তারা বিমানবন্দরের রানওয়ে হ্যাঙ্গার ও এটিসি পরিদর্শনে যান। সেখান থেকে বিমানবন্দরের পুরনো কনফারেন্স হল রুমে গিয়ে বৈঠক করেন। বৈঠকে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। তারা জানতে চান প্রধানমন্ত্রীর ফ্লাইট বিলম্ব ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কে। মুখ্য সচিব আবুল কালাম আজাদ শাহজালাল বিমানববন্দরের নিরাপত্তার উন্নতিকল্পে বেশ কিছু দিকনির্দেশনা প্রদান করেন। এদিকে আজ শনিবার বিমানমন্ত্রী রাশেদ খান মেনন শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে গিয়ে সর্বশেষ পরিস্থিতি তদারকি করবেন বলে জানা যায়।
×