ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধরা পড়েছে জঙ্গী, সন্ত্রাসী, বিভিন্ন মামলার পলাতক ও সাজাপ্রাপ্ত আসামি

সাঁড়াশি অভিযানের প্রথম দিনেই আটক সহস্রাধিক

প্রকাশিত: ০৫:৩৭, ১১ জুন ২০১৬

সাঁড়াশি অভিযানের প্রথম দিনেই আটক সহস্রাধিক

স্টাফ রিপোর্টার ॥ গুপ্তহত্যা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের প্রথম দিনে সারাদেশে আটক হয়েছে সহস্রাধিক। এই অভিযান চলবে আরও ছয়দিন। রাজধানীসহ সারাদেশে জঙ্গী দমনেই এ অভিযান। হঠাৎ এ অভিযানের মুখে ধরাও পড়ছে জঙ্গী,সন্ত্রাসীসহ বিভিন্ন মামলার পলাতক ও সাজাপ্রাপ্ত আসামি। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আটক করা হয়েছে মোট ১৭১ জনকে। তাদের মধ্যে পলাতক আসামি রয়েছে ৩২। এ ছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে চিহ্নিত সন্ত্রাসী ও জঙ্গী সদস্যদের আটকের খবর আসছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জেলা থেকে কয়েকশ’ ব্যক্তিকে আটকের খবর এসেছে, যাদের মধ্যে জামায়াত-শিবির কর্মীর পাশাপাশি বিভিন্ন মামলার পলাতক আসামিও রয়েছে। পুলিশ সদর দফতর বলছে, শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এই অভিযান আগামী সাত দিন চলবে। রাতে সর্বশেষ প্রাপ্ত খবরে জানা যায় সারা দেশে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে সহস্রাধিককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার পুলিশ সদর দফতরের এক কর্মকর্তা জানান- অভিযান শুরুর পর থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সহস্রাধিককে গ্রেফতার করা হয়। পুলিশের কাছে সন্দেহভাজন জঙ্গী এবং সন্ত্রাসীর যে তালিকা রয়েছে সেই তালিকা ধরে এই অভিযান চালানো হচ্ছে। এই অভিযানে পুলিশের সঙ্গে অংশ নিচ্ছে র‌্যাব ও বিজিবি। দেশে একের পর এক সন্ত্রাসী হামলায় বহু মানুষ নিহত হওয়ার ঘটনার পটভূমিতে পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক বৃহস্পতিবার এই অভিযানের ঘোষণা দেন। বৃহস্পতিবার পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের এক বৈঠকে এই যৌথ অভিযানের বিস্তারিত চূড়ান্ত করা হয়। চট্টগ্রামে জঙ্গীবিরোধী অভিযানে নেতৃত্ব দেয়া পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী খুন হওয়ার পর বৃহস্পতিবার পুলিশ সদর দফতরে আইজি একেএম শহীদুল হকের সভাপতিত্বে এক বৈঠকে এই ‘সাঁড়াশি অভিযান’ পরিচালনার সিদ্ধান্ত হয়। খোঁজ নিয়ে দেখা যায়- সাঁড়াশি এ অভিযানের অংশ হিসেবে রাজধানীতে রাস্তার মোড়ে মোড়ে তল্লাশি জোরদার করা হয়েছে। ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া সকাল থেকে ‘অনেককে আটকের কথা জানালেও সুনির্দিষ্ট কোন সংখ্যা বলেননি। যদিও বিভিন্ন থানা সূত্রে জানা যায়-এ সংখ্যা প্রায় দুইশ’। স্থানীয় পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমাদের স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতারা এ অভিযানের খবর জানিয়েছেন। বাগেরহাট ॥ বাগেরহাট থেকে ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার ৯ থানায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ৯ থানায় পুলিশের বিশেষ অভিযানে ৭২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৪ জন নিয়মিত মামলার ও ছয়জন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামি রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। বগুড়া ॥ বগুড়ার শেরপুর থেকে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) জিহাদী বইসহ সাগর আহম্মেদ রনি (৩৫) নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে। জঙ্গীদের বৈঠকের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার গ্রেফতারের পর তাকে জেলহাজতে পাঠানো হয়। পিবিআই জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বাগানবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। কয়েক জঙ্গী সেখানে বৈঠক করছিল। সেখান থেকে রাজশাহীর মতিহার থানার উত্তর দাশমারি এলাকার সাগর আহম্মেদকে গ্রেফতার করা হয়। সাগর ওই বাড়ির একটি ঘর প্রায় ২ মাস আগে ভাড়া নিয়েছিল। মাঝে মাঝেই সেখানে জঙ্গীদের বৈঠক হতো। গ্রেফতারকৃত জঙ্গী সাগরের পরিবারের বেশিরভাগ সদস্যই জেএমবির সঙ্গে জড়িত। তার বড় ভাই মামুনের ঝালকাঠির বিচারক হত্যা মামলায় ফাঁসি হয়। তার ভগ্নিপতি মুজাহিদের রাবি শিক্ষক অধ্যাপক রেজাউল করিম হত্যার ঘটনায় সংশ্লিষ্টতা রয়েছে বলে পুলিশ সূত্র জানায়। মুজাহিদের বাড়ি বগুড়া শাজাহানপুর উপজেলায়। সে বগুড়ার শেরপুরে বোমা তৈরির সময় নিহত জেএমবির সামরিক শাখার চট্টগ্রাম অঞ্চলের প্রধান ফারদিনের আত্মীয়। পিবিআই জানায়, শেরপুর থেকে জেএমবি সদস্য সাগরকে গ্রেফতারের সময় ২১ জিহাদী বই পাওয়া যায়। এ ব্যাপারে শেরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে। পিবিআই বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেন জানিয়েছেন গ্রেফতারকৃত সাগরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হচ্ছে। কুষ্টিয়া ॥ দৌলতপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে ৪ নারীসহ ৬ জন আটক হয়েছে। এ সময় উদ্ধার হয়েছে ১০ বোতল ফেনসিডিল। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। দৌলতপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান চাকলাদার জানান, পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এরা হলো মুর্শিদা খাতুন, মোস্তফা, হাজেরা খাতুন, মোশারফ হোসেন, মশিউর রহমান। এছাড়াও উপজেলার গুড়েরপাড়ায় অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ রোকসানা খাতুনকে আটক করা হয়। সে একই এলাকার মৃত বুলবুল হোসেনের স্ত্রী। ঝালকাঠি ॥ ঝালকাঠি নলছিটি থানা পুলিশ জঙ্গী অভিযানের আওতায় উপজেলাধীন শিমুলতলা গ্রামের মাওলানা কামাল হোসেনকে(৪০) গ্রেফতার করেছে। শুক্রবার তাকে গ্রেফতারের পরে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেছে। মোঃ কামাল হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। সে এই গ্রামের মাওলানা মোঃ ইসমাইলের পুত্র। ঝিনাইদহ ॥ পুলিশের সাঁড়াশি অভিযানে ২৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মহেশপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাহের আলী, আনসার আলী, আকামত হোসেন, ফারুক হোসেন, আব্দুর রহিম, আসলাম ও কামাল হোসেনসহ ৭ জামায়াত কর্মীকে আটক করা হয়েছে। বাকিদের বিভিন্ন মামলায় জেলার বিভন্ন স্থান থেকে আটক করা হয়েছে। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, আকটকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠনো হয়েছে। জঙ্গী ও সন্ত্রাস নির্মূলে পুলিশের এ সাঁড়াশি অভিযান চলবে। মাগুরা ॥ পুলিশের বিশেষ অভিযানে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে । শুক্রবার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত ৩জন জামায়াতের নেতাকর্মী রয়েছেন । অন্যরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি । সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, পুলিশের বিশেষ অভিযানে ৩ জামায়াতের নেতাকর্মীসহ ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিল। অভিযান চলছে। ব্রাহ্মণবাড়িয়া ॥ নবীনগর থানার পুলিশ গতকাল শুক্রবার সকালে পৌর এলাকার আদালতপাড়ায় অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামি উপজেলা জামায়াতের সাবেক আমির ও জেলা জামায়াতের নায়েবে আমির শিক্ষক গোলাম ফারুক (৬০) কে গ্রেফতার করে। ধৃত আসামিকে শুক্রবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, সে নাশকতামূলক কার্যক্রমে জড়িত থাকায় তাকে গ্রেফতার করা হয়। নড়াইল ॥ পুলিশের বিশেষ অভিযানে ২ জামায়াত কর্মীসহ ৪৭ জনকে আটক করেছে। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্তু জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের সন্ত্রাস ও জঙ্গীবিরোধী অভিযানে সদর থানা পুলিশ সদর উপজেলার ২ জামায়াত কর্মীসহ ১৫ জনকে আটক করেছে। এ সময় ধুন্দা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া লোহাগড়া থানা পুলিশ ১৩, কালিয়া থানা পুলিশ ৮ এবং নড়াগাতি থানা পুলিশ ১১ জনকে আটক করেছে। নাটোর ॥ বিশেষ অভিযানের অংশ হিসেবে নাটোরে ২৭ জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও প্রায় ৪০ মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক ও মোটরসাইকেলগুলো জব্দ করা হয়। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন জানান, র‌্যাব ও পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, পলাতক আসামি ও সন্দেহভাজন ২৭ জনকে আটক করা হয়েছে। এদিকে অভিযানে জেলার বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়ে মোটরসাইকেলে অতিরিক্ত যাত্রী, বৈধ কাগজপত্র না থাকা ও অনিয়ন্ত্রিত চলাচল করার অভিযোগে প্রায় ৪০মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশের এই বিশেষ অভিযান সপ্তাহব্যাপী চলবে বলে জানান তিনি। রাজশাহী ॥ রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ৩৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে নগরীতে ৩১ ও জেলার দুর্গাপুর ও পুঠিয়ায় তিনজন। বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নগরীর চার থানা ও জেলার দুর্গাপুর এবং পুঠিয়া থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া থানা জোনের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, নগরীতে বিশেষ অভিযানে আটক ৩১ জনের মধ্যে ১৫ জন নিয়মিত মামলার আসামি। অপর ১৬ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। তবে বিশেষ অভিযানের প্রথম দিনে জঙ্গী সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অপরদিকে, রাজশাহীর অতিরিক্তি পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, দুর্গাপুরে বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার দুই আসামি ও পুঠিয়ায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। টাঙ্গাইল ॥ পবিত্র রমজান ও ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের মতো টাঙ্গাইল জেলায় পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এতে জেলায় ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়ে শুক্রবার সকাল পর্যন্ত টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান জানান, টাঙ্গাইল সদর, মির্জাপুর, নাগরপুর, সখীপুর, বাসাইল, দেলদুয়ার, মধুপুর, ঘাটাইল, কালিহাতী, ভূঞাপুর, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা, ধনবাড়ি, গোপালপুর থানাগুলো থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃদের মধ্যে ওয়ারেন্টভুক্ত, বিভিন্ন মামলার নিয়মিত আসামিসহ সন্ত্রাসী, মাদক বিক্রেতা ও সেবনকারী রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া টাঙ্গাইল মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। জেলার ডাকাত ও জঙ্গী গ্রেফতারের এই বিশেষ অভিযান ঈদ পর্যন্ত চলবে বলে তিনি জানান। এ বিষয়ে টাঙ্গাইলের মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন বলেন, পুলিশের বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নীলফামারী ॥ রংপুরে পুলিশের বিশেষ অভিযানে নাশকতার বিভিন্ন মামলার এক জামায়াত কর্মীসহ ৯০ আসামি গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয় পীরগাছা হতে। গ্রেফতারকৃতরা সবাই আদালত কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামি । রংপুর পুলিশের কন্ট্রোল রুম সূত্র বিষয়টি নিশ্চিত করে। এ ছাড়া নীলফামারীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলা ও চার্জশীটভুক্ত পলাতক ২৩ আসামি গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযানে পলাতক এসব আসামিকে গ্রেফতার করে পুলিশ। নীলফামারী পুলিশের কন্ট্রোল রুম সূত্রে গ্রেফতারকৃতরা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় সাঁড়াশি অভিযানে জেলার সবকটি থানা এলাকা থেকে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীসহ ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, নাশকতা এড়াতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বৃহস্পতিবার রাতভর জেলাব্যাপী এ অভিযান চালানো হয়। স্ব স্ব থানা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে কুষ্টিয়া মডেল থানায় জামায়াতের এক কর্মীসহ ৮ , ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি আফছার মাস্টারসহ ৮, কুমারখালী থানায় জামায়াত-শিবিরের ৪ কর্মীসহ ২৪, দৌলতপুরে বিভিন্ন মামলায় ১৮, মিরপুরে ৫ ও ভেড়ামারা থানায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বরিশাল ॥ সারাদেশে জঙ্গী দমনে বিশেষ সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে বরিশালে ২০ জনকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার (এসপি) এসএম আক্তারুজ্জামান জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশ অনুযায়ী তারা বৃহস্পতিবার রাত থেকেই অভিযানে নেমেছেন। এ সাঁড়াশি অভিযানে কেবল জঙ্গী সংশ্লিষ্টাই নয়; বড় ধরনের অপরাধী, যারা নাশকতা চালাতে পারে, তালিকাভুক্ত সন্ত্রাসী এবং মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন মিলন জানান, সাত দিনের চলমান এ অভিযানে এখন পর্যন্ত তারা উপজেলার বাটাজোর এলাকা থেকে বিএনপি ক্যাডার মিরাজ সরদারকে গ্রেফতার করেছে। উজিরপুর থানার ওসি গোলাম সরোয়ার জানান, তার এখানে জঙ্গী গোষ্ঠীর কোন আস্তানা নেই। তারা সকাল থেকে সাঁড়াশি অভিযানে নেমেছেন। তালিকাভুক্ত সন্ত্রাসী যারা নাশকতা চালাতে পারে তাদের গ্রেফতারের জন্য। চলমান সাঁড়াশি অভিযানে আগৈলঝাড়াতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪, মেহেন্দিগঞ্জে ৭ , হিজলাতে এক ও ওয়ারেন্টভুক্ত ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া বাকেরগঞ্জে শুক্রবার দুপুর পর্যন্ত একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসি। ময়মনসিংহ ॥ পুলিশের জঙ্গীবিরোধী সাঁড়াশি অভিযানে শুক্রবার ফুলবাড়িয়া থেকে মোঃ সোহেল নামে জেএমবির স্থানীয় শীর্ষ নেতা গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, সোহেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার সন্ধ্যায় ইফতারের সময় সোহেলকে স্থানীয় রাধাকানাই বাজার থেকে গ্রেফতার করে। পুলিশ হেফাজতে সোহেলের জিজ্ঞাসাবাদ চলছে।
×