ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুলিশের কাটা গাছে মামলা ॥ আসামি অজ্ঞাত

প্রকাশিত: ০৪:৩১, ১১ জুন ২০১৬

পুলিশের কাটা গাছে মামলা ॥ আসামি অজ্ঞাত

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শহরের দড়াটানার বটগাছটি কেটে সমালোচনায় পড়া পুলিশ অন্যের ওপর দোষ চাপিয়েছে। গভীর রাতে চুপিসারে পুলিশ গাছ কেটে নিলেও দায় এড়াতে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত আসামি দিয়ে মামলা করেছে। এদিকে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপনের মাত্র তিনদিন পর ঐহিত্যবাহী গাছ কেটে নেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ ও পরিবেশবাদীরা। স্থানীয়রা জানান, শহরের প্রাণকেন্দ্র দড়াটানা থেকে ঘোপ এলাকার প্রবেশ মুখের নামটিই ‘বটতলা’। স্বাধীনতার আগে থেকেই এখানে সুবিশাল দু’টি বটবৃক্ষ ছিল। ’৭১ এ মুক্তিযুদ্ধের সময় পাক আর্মি এই গাছ কেটে ফেলে। যুদ্ধ জয়ের পর এখানে আবারও বটগাছ লাগানো হয়। সেই ঐহিত্যবাহী বটগাছটি বুধবার রাতের আঁধারে কেটে ফেলে পুলিশ। এর আগেও বটগাছটি কাটার চেষ্টা করে পুলিশ। কিন্তু সে সময় গণমাধ্যমকর্মী ও পরিবেশবাদীদের আপত্তির মুখে পুলিশ তখন পিছু হটে। কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বৃহস্পতিবার বিকেল পর্যন্ত গাছ কাটা সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেন। আর শুক্রবার বিকেলে বলেছেন, অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।
×