ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাকা লুট ॥ আরও একজন গ্রেফতার

প্রকাশিত: ০৪:১৯, ১০ জুন ২০১৬

টাকা লুট ॥ আরও একজন  গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৯ জুন ॥ পূবালী বাংকের সিঁড়ি থেকে গ্রাহককে গুলি করে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় রুবেল আহম্মেদ নামের আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার বেতাই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় লুট হওয়া ২০ হাজার টাকা। সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, ক’দিন আগে এ ঘটনায় নারীসহ তিনজনকে আটক করা হয়। এর মধ্যে আব্দুস সাত্তার নামের এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিলে তার দেয়া তথ্যমতে রুবেল আহম্মেদকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত ২৯ মে পূবালী ব্যাংক ঝিনাইদহ শাখার সামনে রেজাউল ফিলিং স্টেশনের ম্যানেজার হাসানুল ফারুককে গুলি করে ১০ লাখ ৮ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
×