ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে বড় দলের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী হিলারি

প্রকাশিত: ০৫:৫৮, ৯ জুন ২০১৬

যুক্তরাষ্ট্রে বড় দলের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী হিলারি

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রে ২২৭ বছরের ইতিহাসে বড় কোন দলের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন হিলারি ক্লিনটন। এর মধ্যে কোন বড় দলের কোন নারী প্রেসিডেন্ট পদে লড়াই করার যোগ্যতা অর্জন করতে সক্ষম হননি। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনই প্রথম নারী যিনি এবার প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাটিক পার্টি থেকে মনোনয়ন নিশ্চিত করেছেন। ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন দৌড়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তুখোর রাজনীতিবিদ বার্নি স্যান্ডারস। আধুনিক গণতন্ত্রের দেশে ২২৭ বছর পর নারী প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে ইতোমধ্যে দলের অনেকেই অভিনন্দন জানিয়েছেন। খবর বিবিসি অনলাইনের। ডেমোক্র্যাটিক পার্টি থেকে মনোনয়ন নিশ্চিত হওয়ার পর সমর্থকদের ধন্যবাদ জানান হিলারি। মঙ্গলবার তার এই ঐতিহাসিক অর্জনকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার নিউইয়র্কের ব্রুকলিন নেভি ইয়ার্ডে দলীয় কর্র্মী-সমর্থকদের উদ্দেশে হিলারি বলেন, আপনাদের অনেক ধন্যবাদ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা একটি মাইলফলক স্পর্শ করলাম। ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় দুই হাজার ৩৮৩ ভোট নিশ্চিত হওয়ার পর উৎফুল্ল কর্মী-সমর্থকদের প্রতি এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন হিলারি। এর আগে নিউজার্সি প্রাইমারি জিতে তিনি পার্টি থেকে নমিনেশন নিশ্চিত করেন। হিলারি ক্লিনটন বলেন, যুক্তরাষ্ট্রে এই প্রথম কোন একটি বড় রাজনৈতিক দল থেকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য একজন নারী মনোনয়ন পেলেন। হিলারির জন্য মনোনয়ন লড়াই এবারই প্রথম নয়। আট বছর আগে তিনি বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে শেষ পর্যন্ত হেরে যান। পরবর্তীতে ওবামা তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। সেদিক থেকে দেখতে গেলে এটি হিলারির ১৬ বছরের প্রচেষ্টার ফসল। এটি স্মরণ করেই তিনি বক্তব্যে উল্লেখ করেন, দীর্ঘ একটি যাত্রার পরিসমাপ্তি ঘটল। মঙ্গলবার ছয় অঙ্গরাজ্যের প্রাইমারি ভোটে চারটিতে জয়লাভ করেন হিলারি। প্রতিদ্বন্দ্বী বার্নি জেতেন দুটি অঙ্গরাজ্যে। ধারণা করা হচ্ছে, ক্যালিফোর্নিয়ায় কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবেন হিলারি। কিন্তু তিনি ১৩ শতাংশেরও বেশি ব্যবধানে এগিয়ে রয়েছেন। ব্রুকলিনে হিলারি রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে ইঙ্গিত করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য তিনি অযোগ্য। এদিকে ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় সমর্থকদের উদ্দেশে ভাষণ দেয়ার সময় বার্নি স্যান্ডারস বলেন, তার প্রচার ট্রাম্পকে সমর্থন করার জন্য নয়। নিউজার্সিতে জয়লাভের পর হিলারি টুইটারে লেখেন, ‘প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকে বড় কিছু হওয়ার। যা আপনি স্বপ্ন দেখেন তাই আপনি হতে পারেন, এমনকি প্রেসিডেন্টও।’ প্রতিপক্ষ রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে হিলারি মন্তব্য করেন যে, তিনি প্রেসিডেন্ট পদের জন্য ‘মনস্তাত্ত্বিকভাবে পুরোপুরি অযোগ্য’। হিলারি আরও বলেন, শক্তি প্রদর্শনকারী দাম্ভিকের কাছে মাথানত না করার জন্য তার মা তাকে উপদেশ দিয়েছিলেন। তিনি মনে করেন, এটি যথার্থই একটি ভাল উপদেশ ছিল। মনোনয়ন নিশ্চিত হওয়ার পর তিনি প্রতিপক্ষ স্যান্ডারসের প্রতি শুভেচ্ছার হাত বাড়িয়ে দেন। স্যান্ডারসের ভিন্ন ধারার রাজনীতির প্রশংসা করে হিলারি বলেন, এটি পার্টি ও দেশকে সমৃদ্ধ করবে। দলের মনোনয়ন নিশ্চিত হওয়ায় হিলারিকে অভিনন্দন জানিয়েছেন ওবামা। বৃহস্পতিবার ওবামা দেখা করবেন স্যান্ডারসের সঙ্গে। স্যান্ডারস এখনও হাল ছাড়েননি। তবে তিনি নিজের নির্বাচনী কর্মীবাহিনী অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন। কলেজ শিক্ষা অবৈতনিক করা, স্বাস্থ্যসেবা প্রিমিয়াম ব্যয় হ্রাস ও ওয়াল স্ট্রিট (পুঁজি বাজার) সংস্কারের প্রতিশ্রুতির জন্য দলের লিবারেল অংশের কাছে এখনও স্যান্ডারসের জনপ্রিয়তা অটুট রয়েছে। ১৭৭৬ সালে যুক্তরাষ্ট্র ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। ১৭৮৯ সালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন জর্জ ওয়াশিংটন। এ পর্যন্ত যত জন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, একজন ছাড়া সবাই শ্বেতাঙ্গ। ১৯২০ সালে যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার পান।
×