ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হিসাব বছর পরিবর্তন করবে বিডি ওয়েল্ডিং

প্রকাশিত: ০৪:০২, ৯ জুন ২০১৬

হিসাব বছর পরিবর্তন করবে বিডি ওয়েল্ডিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রোডেস লিমিটেডের পরিচালনা পর্ষদ হিসাব বছর পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে কোম্পানি বার্ষিক সাধারণ সভাও (এজিএম) স্থগিত করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানি আইন-১৯৯৪ ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী হিসাব বছর পরিবর্তন করবে। জানা গেছে, কোম্পানি জানুয়ারি-ডিসেম্বর এর পরিবর্তে জুন-জুলাই হিসাব বছর অনুসরণ করবে। উল্লেখ্য, গত ২৭ এপ্রিল বিএসইসির ৫৭০তম সভায় ব্যাংক-বীমা-আর্থিক প্রতিষ্ঠান বাদে সকল তালিকাভুক্ত কোম্পানিকে একই অর্থবছর অনুসরণ করার নির্দেশনা দেয়া হয়। অর্থাৎ জুলাই থেকে জুন আর্থিক বছর অনুসরণ করতে হবে, যা আগামী ১লা জুলাই ২০১৬ তারিখ থেকে কার্যকর হবে। -অর্থনৈতিক রিপোর্টার স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার বিওতে জমা পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত ৫ জুন সিডিবিএলের মাধ্যমে ব্যাংকের শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। উল্লেখ্য, স্ট্যান্ডার্ড ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×