ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ট্রেন ও সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, নবজাতকের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:২৯, ৮ জুন ২০১৬

রাজধানীতে ট্রেন ও সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, নবজাতকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথক ট্রেন ও সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীসহ দু’জন নিহত হয়েছেন। ঢাকা মেডিক্যাল কলেজের হাসপাতালের জরুরী বিভাগের ময়লাস্তূপ থেকে ফুটফুটে এক নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। এদিকে হত্যা মামলার আসামি ঢামেক হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী বাবুল শেখকে (৪৮) গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে অজ্ঞান ও মলমপার্টির ১০ সদস্যকে সাজা দিয়েছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নগরীর বিভিন্ন এলাকা থেকে মাদক সেবনের অপরাধে ২৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, রাজধানীর কাওরান বাজারের ট্রেনের ধাক্কায় মঞ্জুর হোসেন (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দি উপজেলায়। নিহতের সহকর্মী মাছ ব্যবসায়ী সবুর উদ্দিন জানান, ময়মনসিংহ থেকে মাছ নিয়ে মঞ্জুর ও তিনি মঙ্গলবার সকাল ৭টার দিকে কাওরান বাজারে আসেন। এ সময় কাওরান বাজারে রেললাইনের ওপর তারা মাছ নামাচ্ছিলেন। হঠাৎ করে একটি ট্রেন এসে মঞ্জুরকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে সেখান থেকে মঞ্জুরকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, মাছ ব্যবসায়ী মঞ্জুরের লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এদিকে একইদিন পুরান ঢাকায় কোতোয়ালি এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মাকসুদা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত মাকসুদা কামরাঙ্গীর চর এলাকায় সপরিবারে থাকতেন। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাকিম জানান, মঙ্গলবার দুপুরে কোতোয়ালি থানা এলাকার বাদামতলী তিন রাস্তার মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মাকসুদা। এ সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের তাকে ধাক্কায় দিলে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়। সেখানে থেকে মাকসুদাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসআই আব্দুল হাকিম জানান, এ ঘটনায় কাভার্ড ভ্যানসহ এর চালককে আটক করে থানায় নেয়া হয়েছে। ময়লার স্তূপে নবজাতক ॥ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে ময়লার স্তূপ থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে পুলিশ সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্দিকুর রহমান জানান, আশপাশের লোকজনের কাছ থেকে খবর পেয়ে নির্মাণাধীন আসাদ স্মৃতি জাদুঘরের পাশের ময়লার স্তূপ থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে মৃতদেহটি মর্গে পাঠানো হয়। মেডিক্যালের কর্মচারী হত্যা মামলার আসামি ॥ হত্যা মামলার আসামি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী বাবুল শেখকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীররাতে ঢামেক হাসপাতালের নতুন ভবনের নিচতলা থেকে তাকে আটক করা হয়। অজ্ঞানপার্টির ১০ সদস্য গ্রেফতার ॥ রাজধানীর যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মলম ও অজ্ঞান পার্টি এবং ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে কারাদ- দিয়েছে ডিএমপি ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটকদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। ২৮ জন মাদক ব্যবসায়ীকে কারাদ- ॥ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক সেবনের অপরাধে ২৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আরও দশ মামলায় মাহফুজ আনামের জামিন স্টাফ রিপোর্টার ॥ ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম আরও দশ মামলায় জামিন পেয়েছেন। মঙ্গলবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মোঃ আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ তাকে আট সপ্তাহের জামিন দেন। আদালতে মাহফুজ আনামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সংবাদ প্রকাশ নিয়ে গত ৩ ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় মাহফুজ আনাম বলেন, যাচাই না করে তখন সেই সংবাদ প্রকাশ করা ছিল তার ‘বিরাট ভুল’। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে ৮৩টি মামলা করা হয়। এর মধ্যে সিলেটে একটি মামলা খারিজ হয়। বাকি ৮২টি মামলার মধ্যে বিচারিক আদালতে ৬টি এবং হাইকোর্ট থেকে জামিন পান ৬৬টি মামলায়। এরপর এ ৭২টি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন মাহফুজ আনাম। গত ১১ এপ্রিল হাইকোর্ট ৭২ মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন।
×