ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফার্মগেটে নিবেদিকা ছাত্রী হোস্টেলের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশিত: ০৯:১৭, ৭ জুন ২০১৬

ফার্মগেটে নিবেদিকা ছাত্রী হোস্টেলের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার ॥ খাবারের মান ভাল না করে দাম বাড়ানোর প্রতিবাদে নিবেদিকা (ভিআইপি) ছাত্রী হোস্টেল ফার্মগেট শাখার শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে খামারবাড়ির সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। হোস্টেলের শিক্ষার্থী নিশি জানান, হোস্টেলের খাবারের মান আগে থেকেই খারাপ ছিল। মিল খরচ ৩৫ টাকা থেকে বাড়িয়ে ৪৫ টাকা করা হয়েছে। অথচ খাবারের মান ভাল হয়নি। অন্যদিকে ইফতার বিল ধরা হয়েছে এক হাজার টাকা, যা অনেক বেশি। কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে কোন কাজ না হওয়ায় আমরা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি।
×