ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল চেয়ে রিট

প্রকাশিত: ০৭:৩৪, ৬ জুন ২০১৬

বিশ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল চেয়ে রিট

স্টাফ রিপোর্টার ॥ মানসম্পন্ন ওষুধ উৎপাদনে চূড়ান্তভাবে ব্যর্থ হওয়া ২০ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রবিবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন দায়ের করেন আইনজীবী মনজিল মোরসেদ। রিটের বিবাদীরা হলেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, ওষুধ প্রশাসন অধিদফতরের পরিচালক, পুলিশের মহাপরিদর্শক, ভোক্তা অধিফতরের মহাপরিচালক ও র‌্যাবের মহাপরিচালক। এদিকে সাধারণ বীমা কর্পোরেশনের ২৫০ কর্মচারীকে স্থায়ী নিয়োগ দেয়ার আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। এদিকে জঙ্গী সংগঠন ‘হামজা ব্রিগেড’কে অর্থায়নের অভিযোগে গ্রেফতার সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানার বিরুদ্ধে দুই মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছেন আপীল বিভাগ। জামিননামা দাখিলের পরও কারাগার থেকে মুক্তি না দেয়ায় ঢাকা জেল সুপার ও সুপ্রীমকোর্টের এক এ্যাডভোকেট অন রেকর্ডকে তলব করেছেন হাইকোর্ট। রবিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। ২০ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আজ সোমবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনের শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী। এন্টিবায়োটিক প্রতিবেদনে মানসম্পন্ন ওষুধ উৎপাদনে চূড়ান্তভাবে ব্যর্থ হওয়ায় ২০ কোম্পানি হলো- এক্সিম ফার্মাসিউটিক্যাল, এভার্ট ফার্মা, বিকল্প ফার্মাসিউটিক্যাল, ডলফিন ফার্মাসিউটিক্যাল, ড্রাগল্যান্ড, গ্লোব ল্যাবরেটরিজ, জলপা ল্যাবরেটরিজ, কাফমা ফার্মাসিউটিক্যাল, মেডিকো ফার্মাসিউটিক্যাল, ন্যাশনাল ড্রাগ, নর্থ বেঙ্গল ফার্মাসিউটিক্যাল, রিমো কেমিক্যাল, রিদ ফার্মাসিউটিক্যাল, স্কাইল্যাব ফার্মাসিউটিক্যাল, স্পার্ক ফার্মাসিউটিক্যাল, স্টার ফার্মাসিউটিক্যাল, সুনিপুণ ফার্মাসিউটিক্যাল, টুডে ফার্মাসিউটিক্যাল, ট্রপিক্যাল ফার্মাসিউটিক্যাল এবং ইউনিভার্সেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এছাড়া এন্টিবায়োটিক ওষুধ উৎপাদনের অনুমতি বাতিল চাওয়া ১৪ কোম্পানি হচ্ছে আদ-দ্বীন ফার্মাসিউটিক্যাল, আলকাদ ল্যাবরেটরিজ, বেলসেন ফার্মাসিউটিক্যাল, বেঙ্গল ড্রাগস, ব্রিস্টল ফার্মা, ক্রিস্ট্যাল ফার্মাসিউটিক্যাল, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যাল, মিল্লাত ফার্মাসিউটিক্যাল, এমএসটি ফার্মা, অরবিট ফার্মাসিউটিক্যাল, ফার্মিক ল্যাবরেটরিজ, পনিক্স কেমিক্যাল, রাসা ফার্মাসিউটিক্যাল এবং সেভ ফার্মাসিউটিক্যাল লিমিটেড। মনজিল মোরসেদ জানান, ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর ভেজাল এবং নিম্নমানের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠন করে। মানসম্পন্ন ওষুধ উৎপাদনে চূড়ান্তভাবে ব্যর্থ হওয়া ২০ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের সুপারিশ করা ছাড়াও ১৪ কোম্পানির সব ধরনের এন্টিবায়োটিক (নন-পেনিসিলিন, পেনিসিলিন ও সেফালোস্পোরিন গ্রুপ) ওষুধ উৎপাদনের অনুমতি বাতিল চান। কিন্তু অদ্যাবধি ওই সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় রিট আবেদনটি করা হয় বলে জানান মনজিল মোরসেদ। স্থায়ী নিয়োগে আদেশ ॥ সাধারণ বীমা কর্পোরেশনের ২৫০ কর্মচারীকে স্থায়ী নিয়োগ দেয়ার আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে বীমার কর্পোরেশনের পক্ষে করা আবেদন খারিজ করে রবিবার এই রায় দেন আদালত। এদিন হাইকোর্টের বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। আদালতে কর্মচারীদের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট ফারুক আলমগীর চৌধুরী ও সুলতানা ফৌজি আসলাম। আদালতের রায়ের বিষয়টি সাংবাদিকদের জানান আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী। জামিন বহাল ॥ জঙ্গী সংগঠন ‘হামজা ব্রিগেড’কে অর্থায়নের অভিযোগে গ্রেফতার সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানার বিরুদ্ধে দুই মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছেন আপীল বিভাগ। রবিবার হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপীল খারিজ করে এই আদেশ দেন আদালত। ফলে ব্যারিস্টার শাকিলা ফারজানার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছে তার আইনজীবী। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে আপীল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। জেল সুপারকে তলব ॥ জামিননামা দাখিলের পরও কারাগার থেকে মুক্তি না দেয়ায় ঢাকা জেল সুপার ও সুপ্রীমকোর্টের এক এ্যাডভোকেট অন রেকর্ডকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৯ জুন তাদের আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। রবিবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
×